দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ভিডিও কল রিসিভ করে প্রতারণার জালে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে তাঁর থেকে। বিধায়কের অভিযোগ, সুপার ইম্পোজ করে উদয়নবাবুর অশালীন ভিডিও ভাইরাল করার হুমকি দিচ্ছে ওই প্রতারণা চক্র। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিনহাটায়। পুলিশে অভিযোগ জানিয়েছেন তিনি।
তদন্তে নেমে সম্প্রতি কোচবিহারের পুলিশ এমন প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে। দেখা যাচ্ছে ভিডিও কল করে কারও সঙ্গে কথা বলার পর সংশ্লিষ্ট ব্যক্তির ছবি সুপার ইম্পোজ করে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে প্রতারকরা।
শনিবার দিনহাটার বিধায়ক উদয়ন গুহ জানান, সম্প্রতি তাঁর কাছেও একটি ভিডিও কল আসে। তিনি তা রিসিভ করেন। তারপর থেকেই তাঁকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাঁর কাছ থেকে টাকাপয়সা দাবি করে বারবার এসএমএস আসছে। তাঁর অশালীন ছবি ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ওই প্রতারণা চক্রের লোকজন।
উদয়নবাবু বলেন, ‘‘অনবরত আমাকে হুমকি দেওয়া হচ্ছে। বড় অঙ্কের টাকা চাওয়া হচ্ছে। বলা হচ্ছে টাকা না দিয়ে আমার অশালীন ছবি ভাইরাল করে দেবে। বলছে, এমএলএ তো দূরের কথা আমি সরপঞ্চ ও আর হতে পারব না। এই সরপঞ্চ শব্দটা শুনে মনে হচ্ছে দুষ্কৃতীরা ভিন রাজ্যের। আমি পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছি।’’
দেখা যাক কিভাবে ভিডিও কল করে প্রতারণার জালে ফেলছে এই চক্র। পুলিশ জানাচ্ছে, শুরুতে একটি ভিডিও কল আসে। যদি কেউ সেই ভিডিও কল রিসিভ করেন তাহলে সেই ব্যক্তির ছবি ভিডিও কলের রেকর্ডিং থেকে তুলে নিয়ে ব্লু ফ্লিমের ছবির সাথে সুপার ইম্পোজ করে তৈরি হয় পর্নো ভিডিও। এরপর সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে এই প্রতারণা চক্র। দাবি করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ। কেউ তাতে রাজি না হলে ওই ব্যক্তির ছবি ভাইরাল করে দেওয়া হচ্ছে। এইভাবে কেউ যাতে তাঁর মতো প্রতারিত না হন, তারজন্য উদয়নবাবু সবাইকে সতর্ক করেন।
তিনি বলেন, ‘‘আমাকে হুমকি দেওয়া হয়েছে আজ এই ভিডিও ভাইরাল করা হবে। কোচবিহারবাসীর কাছে আমার অনুরোধ এমন ভিডিও সামনে এলে কেউ আমাকে ভুল বুঝবেন না। এই শহরে আমি বড় হয়েছি। সবাই আমাকে চেনেন। পুলিশকে জানিয়েছি। এই ধরণের ভিডিও কেউ লাইক-কমেন্ট-শেয়ার করলে সংশ্লিষ্ট ব্যক্তিও এই মামলার সঙ্গে জড়িয়ে পড়বেন।’’
এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগও উড়িয়ে দিচ্ছেন না বিধায়ক। তিনি বলেন, ‘‘টাকা পয়সা চেয়ে যেমন হুমকি দেওয়া হচ্ছে, পাশাপাশি এও বলা হচ্ছে আমি কী করে ভোটে লড়াই করি তা তারা দেখে নেবে। যাতে জামানত জব্দ হয় সেই ব্যবস্থা করা হবে। তাই এর সঙ্গে রাজনীতি একেবারেই জড়িত নেই এ কথা কী করে বলি?’’
সূত্রের খবর, উদয়ন গুহ ছাড়াও বেশ কয়েকজন নেতা ও এক বিধায়ককেও এমন ভাবে ফাঁদে ফেলার চক্রান্ত হয়েছে।