শেষ আপডেট: 4th February 2020 06:52
দ্য ওয়াল ব্যুরো: বিস্কুটের কার্টনে ভরে নেপালে পাচার হচ্ছিল টিয়াপাখি। ক্রেতা সেজে মাঝ রাতে হানা দিল টাস্কফোর্স। উদ্ধার ১১ টি টিয়াপাখির ছানা। গ্রেফতার করা হল কুখ্যাত পাখি পাচারকারী মহম্মদ উকিলকে।
বন দফতর সূত্রে জানা গেছে, একেকটা টিয়াপাখি দুশো টাকা, ময়না হাজার টাকা। এমন পাইকারি দরেই পাখির ছানা কিনত মহম্মদ উকিল। বিভিন্ন চা বাগান ও জঙ্গল থেকেই ধরা হত পাখিগুলিকে। এরপর চাহিদা অনুযায়ী বিভিন্ন জায়গায় পাচার করত পাখিগুলিকে। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বিদেশেও পাখি পাচার করত উকিল।
উত্তরবঙ্গ বনদফতরের টাস্কফোর্সের প্রধান সঞ্জয় দত্ত জানান, নিউ জলপাইগুড়ির সাউথ কলোনির বাসিন্দা মহম্মদ উকিল। বহুদিন ধরেই তার নাম উঠে আসছিল পাখি পাচারকারী হিসেবে। কিন্তু বহু চেষ্টা করেও ধরা যাচ্ছিল না তাকে। সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে তাঁরা ফাঁদ পাতেন শিলিগুড়ির কাছে গোরা মোড় এলাকায়। পাখিগুলি নেপালে পাচারের আগে ক্রেতা সেজে হানা দিয়ে বমাল গ্রেফতার করেন মহম্মদ উকিলকে।
তিনি বলেন, জেরার মুখে পাখি পাচারের কথা স্বীকার করে নিয়েছে ওই ব্যক্তি। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে হেফাজতে চাওয়া হবে।