শেষ আপডেট: 30th September 2020 16:49
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গাড়ি বদলের সময় বনবিভাগের জালে ধরা পড়ল দুই পাচারকারি। উদ্ধার হল ৭৫০টি টিয়া ও ১৬টি হিল ময়না। বুধবার পূর্ব বর্ধমানের গলসি থেকে একটি ক্যান্টারে করে ৭টি খাঁচায় পাখিগুলি পাচার করা হচ্ছিল। বমাল সহ দুজনকে আটক করা হয়। ধৃতরা হলেন মহম্মদ মেহেরা ও সেখ সাবেদ আলি। ধৃত দু'জনেই বাড়ি বর্ধমানের দুবরাজদিঘি এলাকায়। সূত্রের খবরের ভিত্তিতে এদিন সকালে ২ নম্বর জাতীয় সড়কের গলসিতে বনকর্মীরা ফাঁদ পেতে বসেছিলেন। ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে ক্যান্টারে করে বর্ধমানের দিকে টিয়া পাখিগুলি নিয়ে যাচ্ছিল তারা। জাতীয় সড়কে গলসিতে গাড়ি বদলের সময়ে হাতেনাতে বনবিভাগের কর্মীরা তাদের ধরে ফেলে। ডিএফও দেবাশিস শর্মা জানান আদালতের নির্দেশ পেলে পাখিগুলি রমনারবাগানে রাখা হবে। তবে পাখিগুলি উদ্ধারের পর বেশ কয়েকটি টিয়া ও ময়না মারা যায়। গাড়িচালক মহম্মদ মেহেরা বলেন, ‘‘আমি জানতাম না যে গাড়ি করে পাখি নিয়ে যাওয়া হবে।’’ অন্যদিকে ধৃত সেখ সাবেদ আলি বলেন, ‘‘হাজারিবাগে যেখান থেকে পাখিগুলি এনেছিলাম সেখানেই বলা হয় এই পাখি নিয়ে যাওয়া বেআইনি নয়। তাই নিয়ে এসেছি। এমন বিপদে পড়ব জানি না।’’ সে বদ্রী পাখির কারবার করে বলেও দাবি করে। ধৃতদের এ দিন বর্ধমান আদালতে তোলা হয়।