দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ৩৮ দিন বাংলাদেশে আটকে থাকার পর অবশেষে ভারতে ফিরলেন ৬১ জন ট্রাক চালক। ভারতে ঢোকার সঙ্গে সঙ্গেই কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হল তাঁদের।
লকডাউনের মধ্যেই বাংলাদেশে গিয়েছিল ৬১ টি পাট বোঝাই ট্রাক। তা নিয়ে বিতর্কও কম হয়নি। বাংলাদেশে চরম সমস্যায় পড়েন এই ট্রাক চালকরা। তাঁরা আটকে থাকায় সমস্যা হয় তাঁদের পরিবারেও। অবশেষে দু’দেশের মধ্যে দীর্ঘ আলোচনায় ৩৮ দিন পর জট কাটল। আজ বাংলাদেশ থেকে ট্রাকগুলো ভারতে ঢোকে। একমাসেরও বেশি সময় সে দেশে আটকে থাকার পর দেশে ফিরতে পেরে খুশি ট্রাক চালকরা। স্বস্তি ফিরল তাঁদের পরিবারেও।
এদিন বাংলাদেশ থেকে এই ট্রাক চালকদের দেশে ফেরার মুহূর্তে চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক চেক পোস্টে উপস্থিত ছিলেন চ্যাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পরেশচন্দ্র অধিকারী, মহকুমাশাসক রাম কুমার তামাং, কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট কপিল বাইন সহ অন্য পুলিশ আধিকারিকরা। ওই ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষার পর ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণার পরে ৪ এপ্রিল হঠাৎ সীমান্তের গেট খুলে আন্তর্জাতিক চেক পোস্ট দিয়ে পাটের বীজ বোঝাই ৬১টি ট্রাক কী করে বাংলাদেশে গেল, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। অভিযোগ, স্থানীয় মানুষ থেকে ট্রাক ড্রাইভার ও শ্রমিকরা সেই সময় সীমান্ত খুলে পাটের বীজ বাংলাদেশে পাঠানোর তীব্র বিরোধিতা করলেও ৬১টি ট্রাক যায় বাংলাদেশে। কোচবিহারে জেলাশাসক পবন কাদিয়ান তখন জানিয়েছিলেন যে পাটের বীজ বাংলাদেশে পাঠানোর ব্যাপারে নির্দেশ এসেছে। সেই কারণেই গাড়িগুলি বাংলাদেশে যাচ্ছে।
এরপরে ট্রাকগুলি বাংলাদেশে গিয়ে আটকে পড়ায় চিন্তায় পড়ে যান ট্রাক চালকদের পরিজনরা। কাস্টমস সুপারিন্টেন্ডেন্টকে ঘেরাও করে বিক্ষোভও দেখান তাঁরা। অবশেষে জট কাটল। ট্রাক চালকরা ফিরে এলেন দেশে।