দ্য ওয়াল ব্যুরো: জামাইষষ্ঠী উপলক্ষে সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। আগামীকাল, বুধবার এই ছুটি পাবেন সরকারি কর্মীরা। রাজ্য সরকারের সমস্ত বিভাগ ও অধীন সংস্থাগুলিতেই ছুটি থাকবে।
আজ, মঙ্গলবার এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ দফতর। জানিয়েছে, রাজ্য সরকারের সব দফতর ছুটি থাকবে জামাইষষ্ঠী উপলক্ষে।
এমনিতেই আংশিক লকডাউনের কারণে সরকারি কর্মীদের একাংশ ছুটিই কাটাচ্ছেন। জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কর্মীদের অবশ্য ছুটি ছিল না। কাল, ১৬ তারিখ থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে অফিস খোলার কথা ছিল। কিন্তু সেই খোলার আগেই ফের ছুটি ঘোষণা। তাই পরশু, বৃহস্পতিবার থেকে কার্যকর হবে অফিস খোলার নির্দেশিকা।