শেষ আপডেট: 21st September 2022 06:58
রাজ্য সরকারি কর্মচারীদের এ মাসের বেতন হবে ২৮ তারিখ, আর সামনের মাসে?
দ্য ওয়াল ব্যুরো: সামনে পুজো (durga puja)। সে কথা মাথায় রেখে রাজ্য সরকারি কর্মচারীদের (state government employee) জন্য সুখবর দিল নবান্ন (Nabanna)। সেপ্টেম্বর মাসের বেতন (salary) পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা ২৮-২৯ তারিখের মধ্যেই। অর্থাৎ পুজোর আগেই বেতন পেয়ে যাবেন সরকারি কর্মচারীরা। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে নবান্ন। তবে শুধু সেপ্টেম্বর মাস নয়, অক্টোবর মাসের বেতনও নির্ধারিত সময়ে আগে পাবেন সরকারি কর্মচারীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অক্টোবর মাসের বেতন ২১ অক্টোবরের মধ্যেই দিয়ে দেওয়া হবে। পাশাপাশি, পেনশন প্রাপকরা সেপ্টেম্বর মাসের পেনশন ২৯ সেপ্টেম্বর এর মধ্যেই পেয়ে যাবেন।

অর্থ দফতরের জারি করা বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেহেতু ৩০ থেকে ১০ অক্টোবর পর্যন্ত ছুটি এবং পুজোর কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অক্টোবর মাসেও একই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ডিএ মামলায় বৃহস্পতিবার চূড়ান্ত রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট