শেষ আপডেট: 10th June 2023 10:55
গন্ডগোল শুরু হতেই নির্বাচন কমিশন সর্বদল ডাকল, রাজ্যপালের প্রশ্নের মুখে রাজীব সিনহা
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা আগে কোনও সর্বদলীয় বৈঠক ডাকা হয়নি। সেই নিয়ে বিরোধীদের প্রশ্নে মুখে পড়েছিলেন রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কেন সর্বদলীয় বৈঠক ছাড়া নির্বাচন ঘোষণা করা হল, এই প্রশ্নে রাজীব বলেছিলেন, 'বৈঠক যে করতেই হবে, তার কোনও নিয়ম নেই।' শুক্রবার থেকে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা শুরু হতেই একের পর এক জেলা থেকে হিংসা, অশান্তির খবর আসতে থাকে। তারপর শনিবারের বারবেলাতেই সর্বদল বৈঠক ডাকলেন নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, ১৩ জুন এই বৈঠক ডাকা হয়েছে।
গত বুধবার রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজীব সিনহা। আর ঠিক পরেরদিন বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করেন। আগামী ৮ জুলাই এই নির্বাচন হবে। গতকাল অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ।
মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হতেই জেলায় জেলায় অশান্তি ঘটনা ঘটছে। এমনকী কংগ্রেস কর্মী খুনের ঘটনাও সামনে এসেছে। যা নিয়ে বিরোধীরা সরব হচ্ছেন। রাজ্যের বিক্ষিপ্ত অশান্তির বিষয় নিয়ে শনিবার রাজীব সিনহাকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সেই বৈঠকে রাজ্যপালের প্রশ্নের মুখে পড়েন কমিশনার। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কেন পঞ্চায়েত নির্বাচন করানো হচ্ছে না, রাজীব সিনহার কাছে জানতে চান সিভি আনন্দ বোস। সূত্রের খবর, রাজ্যপালকে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে কিনা সেটা ঠিক করবে হাইকোর্ট। বিষয়টি এখন বিচারাধীন।
উল্লেখ্য, ভোট ঘোষণার পরই হাইকোর্টে মামলা করে কংগ্রেস-বিজেপি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো ও মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানিয়ে উচ্চ আদালতে মামলা হয়েছে। সেই মামলায় কমিশনের থেকে রিপোর্ট চেয়েছে হাইকোর্ট।
এদিকে ভোট ঘোষণা হতেই যে অশান্তি শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়, সেনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। শুক্রবার রাতে মুর্শিদাবাদে দলীয় কর্মীর খুনের ঘটনায় শনিবার রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। পাশাপাশি, নির্বাচন কমিশনারের কাছে ডেপুটেশন জমা দেয় তারা।
‘অভিষেককে ডেকে লাভ হবে না’, কালীঘাটের কাকু জবাব দিলেন অনেক প্রশ্নের