শেষ আপডেট: 4th January 2025 16:03
নতুন বছরে বাড়িতে বসে থাকতে কার ভাল লাগে? হাতে কয়েকদিনের ছুটি পেলে ব্যাগপত্তর গুছিয়ে বেড়িয়ে পড়ার ইচ্ছে থাকলেও কোথায় যাবেন তা ভেবে উঠতে পারছেন না। আর গালে হাত দিয়ে বসে চিন্তার দিন শেষ। চটপট প্ল্যান সেরে চলে আসুন উত্তরবঙ্গে। বছরের শুরুতেই এমন এক জায়গার সন্ধান পেয়ে বাঙালির যে মন ছটফট করবে তা আর বলার অপেক্ষা রাখে না।
বাগডোগরা পানিঘাটা মোড় পেরিয়ে দু’পাশে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যেতে পারেন এখানে। মাঝ রাস্তায় পড়বে ব্যাংডুবির গভীর জঙ্গল। সবুজে ভরা রাস্তা পেরিয়ে কখন যে এমএম তরাই পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না।
দার্জিলিং জেলার অন্যতম পর্যটন কেন্দ্র এই এমএম তরাই। শীত আসতেই নতুন করে সেজে উঠেছে শিলিগুড়ির কাছেই এই পিকনিক স্পটটি। নদীর ধারে ছোট ছোট ঘর সাজিয়ে তোলা হয়েছে। আশেপাশে তৈরি হয়েছে বেশ কিছু দোকানও। এখানে গেলে একসঙ্গে পেয়ে যাবেন জঙ্গল, পাহাড় এবং নদী। বন দফতরের সহায়তায় গ্রামের মানুষজনই সাজিয়েছেন এই পিকনিক স্পটটি।
গ্রামবাসী অনিকেত শেরপা বলেন, ‘আমরা সবাই মিলে স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে জায়গাটাকে নতুন করে সাজিয়ে তুলেছি। বছরের সবসময় এখানে পর্যটকরা আসতে পারেন। এখানে কোনও সমস্যা নেই। শান্তি বজায় রেখে প্রকৃতির রূপ দেখতে বহু মানুষ এখানে ভিড় জমাচ্ছেন। শীত পড়তেই প্রতিদিন মানুষের ঢল নামছে সেখানে।’
বছর শেষের এই সময়টা কিছুতেই যেন ঘরে আর মন টেকে না। পাহাড় সমুদ্র আকাশের ডাকে বেরিয়ে পড়লেই হল। তাই ভিড় থিকথিক করে চেনা-অচেনা সমস্ত পিকনিক স্পট। এমএম তরাই-ও তার বিকল্প নয়। তবে জায়গাটিতে এখনও পর্যটকদের আনাগোনা সেভাবে শুরু হয়নি।
মাত্র ২০ টাকার টিকিট কেটে ঢুকে পড়া যায় নয়নাভিরাম এমএম তরাইয়ের পিকনিক স্পটে। একটা দিন কীভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না।