শেষ আপডেট: 8th August 2023 07:40
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment scam 4 teachers arrested) ৪ জন শিক্ষককে নজিরবিহীনভাবে গ্রেফতার করার নির্দেশ দিল আদালত। তাঁদের বিরুদ্ধে টাকা দিয়ে চাকরি কেনার অভিযোগ উঠেছিল।
আদালতের এই নির্দেশে আন্দোলিত হয়ে গিয়েছে শিক্ষক মহল। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এর আগে যা দাবি করেছিল, সেই মোতাবেক অযোগ্য শিক্ষক বা টাকা দিয়ে চাকরি কেনার সংখ্যা কয়েক হাজার। প্রশ্ন উঠেছে, তাহলে কি অযোগ্যদের এভাবেই ধরে ধরে জেলে ঢোকানো হবে। কারণ, টাকা দিয়ে চাকরি পেয়ে ৪ জন যদি জেলে যায়, তাহলে বাকিদের বিচার হবে না কেন?
এই ৪ জনই মুর্শিদাবাদের বাসিন্দা। তাঁরা হলেন সায়গল হোসেন, জহিরুদ্দিন শেখ, সৌগত মণ্ডল এবং সিমার হোসেন। গ্রেফতারির আগে পর্যন্ত তাঁরা প্রত্যেকেই চাকরি করছিলেন বলে জানা গেছে। এঁদের বিরুদ্ধে প্রথম টাকা দিয়ে স্কুলে চাকরি কেনার অভিযোগ উঠেছিল। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁদের ৪ জনকে জেরা করেছিল সিবিআই। তার পর তাঁদের নাম সাক্ষী হিসাবে চার্জশিটে রেখেছিল। এদিন বিচারক কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশে প্রশ্ন তুলেছে, কেন টাকা দিয়ে চাকরি কেনার স্পষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও 'অভিযুক্ত' নয়, বরং সাক্ষী হিসাবে তাঁদের নাম রাখা হয়েছিল চার্জশিটে।
বিচারপতির প্রশ্নের জবাবে সিবিআই-এর আইনজীবী জানান, তাঁদের কাছ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নানা তথ্য পাওয়ার জন্যই সাক্ষী হিসাবে দেখানো হয়েছিল ৪ শিক্ষককে। কীভাবে এবং কাদের তাঁরা টাকা দিয়েছিলেন, দুর্নীতির জাল কতদূর এবং কীভাবে বিস্তার লাভ করছিল, সেই সমস্ত তথ্য জানার জন্যই এই শিক্ষকদের অভিযুক্ত নয়, বরং মামলার সাক্ষী হিসাবে রাখা হয়েছিল বলে জানিয়েছেন তাঁরা।
এতেই অসন্তোষ প্রকাশ করেছেন বিচারক। আদালত জানিয়েছে, এই অযোগ্য শিক্ষকরা নিজেরাই চাকরি কেনার জন্য টাকা দিয়েছেন। তাই বাকিদের সঙ্গে তাঁরাও সমান অপরাধে দোষী। তাই সাক্ষী নয়, ৪ শিক্ষককে অভিযুক্ত বলে দাবি করে তাঁদের গ্রেফতারির নির্দেশ দেন তিনি।
জানা গেছে, ৪ জনই সোমবার আদালতে আত্মসমর্পণ করেন। তাঁরা জামিনেরও আবেদন করেছিলেন। তবে সেই আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায় ৪ জনকেই একেবারে গ্রেফতার করার নির্দেশ দেন। তাঁর নির্দেশের পরেই গ্রেফতার করা হয় ৪ শিক্ষককে। আপাতত তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছে এই চার শিক্ষককে।
মুখ্যমন্ত্রীর কাছে নিয়োগের রিপোর্ট যেত, আমার ভূমিকা ছিল না: আদালতে পার্থ