শেষ আপডেট: 20th December 2023 14:24
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের শুরু থেকেই ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে পর্যটকদের ভিড় বাড়ছে পাহাড়ে।
এদিকে শিলিগুড়ি থেকে অসমের মাঝে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রঙিয়া ডিভিশনের চাংসারি ও আগিয়াঠুরি রেলওয়ে স্টেশনের মধ্যে নির্মীয়মাণ পরিকাঠামোর উন্নয়নমূলক কাজের জন্য একাধিক ট্রেন বাতিল বা পথ পরিবর্তন করা হয়েছে। যার জেরে সমস্যায় পড়তে পারেন পর্যটকদের একাংশ।
পর্যটকদের সুবিধার্থে সংশ্লিষ্ট রুটে বুধবার ২০ ডিসেম্বর থেকে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত টানা এক সপ্তাহ শাটল ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে রেল।
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, যে সব নির্ধারিত ট্রেনগুলি বাতিল বা পথ পরিবর্তন করা হয়েছে, তারই বিকল্প হিসেবে সংশ্লিষ্ট রুটে যাত্রীদের সুবিধার্থে আমরা শাটল ট্রেনগুলি চালানোর উদ্যোগ নিয়েছি। এর ফলে পর্যটকরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট রুট দিয়ে চলে বন্দেভারত এক্সপ্রেস। তবে তাতেও টিকিটের প্রচুর চাহিদা রয়েছে। এই অবস্থায় নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটকদের সুবিধার জন্যই এই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সব্যসাচীবাবু।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার জন্য প্রতিদিন তিন জোড়া শাটল ট্রেন চালানো হবে। ২০ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর উভয় দিক থেকে এই শাটল ট্রেনগুলি চলাচল করবে।
এই শাটল ট্রেনগুলি ঘাগরাপার, নলবাড়ি, কৈঠালকুচি, টিহু, নিজসরিহহল্ট, পাঠশালা, সরুপেটা, গুয়াগাছা, বরপেটা রোড, সরভোগ, পাতিলাদহ, বিজনি, চাপরাকাটা এবং বঙাইগাঁও স্টেশনে দাঁড়াবে।