শেষ আপডেট: 16th September 2023 14:31
দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হয়ে স্পেনে গিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার মাদ্রিদে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যে ইস্পাত কারখানা (Sourav Ganguly Steel Plant) গড়ার ঘোষণা করেছেন তিনি। সৌরভ জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দলদের ফেলে রাখা জমিতেই ইস্পাত কারখানা গড়বেন। এদিকে এই ঘোষণার পর থেকেই নিন্দকদের কটাক্ষের শিকার ‘দাদা’। মেদিনীপুরে কারখানা গড়ার ঘোষণা মাদ্রিদে গিয়ে কেন করলেন, সেই নিয়ে কম হাসি-ঠাট্টা হচ্ছে না। এরমধ্যেই এবার সৌরভের এহেন পদক্ষেপ নিয়ে মুখ খুললেন খড়্গপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বললেন, ‘সৌরভ বাংলা তথা দেশের গর্ব। উনি যেন এই নোংরা রাজনীতির চক্করে পা না দেন।’
দিলীপ ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার স্বার্থে গিয়েছেন। উনি যাতে এই উদ্যোগে সফল হন, আমি সেই প্রার্থনাই করছি ঈশ্বরের কাছে। কারণ সৌরভ সফল হলে বাংলার মানুষই লাভবান হবে। আমি তো চাই, সম্ভব হলে আরও তারকাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার স্বার্থে কাজে লাগান। যাঁরা বাংলার ভাল চায়, তাঁদের একছাতার তলায় নিয়ে আসুন। এমনি তো কিছুই হচ্ছে না। তাই তারকাদের ইমেজকে কাজে লাগিয়ে যদি বাংলায় শিল্প আসে, শিল্পপতিরা আসে, তাহলে ভালই হবে। শুধু তারকাদের দিয়ে মঞ্চ ভরিয়ে ছবি তুলে কোনও লাভ নেই।’
সৌরভের কারখানার জন্য কোন জমিটা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, রইল তার ইতিবৃত্ত
উল্লেখ্য, মাদ্রিদে সৌরভ গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেছেন, “শালবনিতে এর আগে জিন্দলদের জন্য জমি দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু এতবছর কেটে যাওয়ার পরেও জিন্দলরা সেখানে এখনও কারখানা গড়ে তুলতে পারেনি। আমরা সেই জমিতেই এবার ইস্পাত কারখানা গড়ব। অনেকে মনে করেন আমি শুধু খেলা নিয়েই থাকি। পাঁচ বছর আগে পশ্চিমবঙ্গে আমি একটা ছোট ইস্পাত কারখানা গড়ে তুলেছিলাম। আর পাঁচ ছ’মাসের মধ্যে রাজ্যে আমাদের তৃতীয় ইস্পাত কারখানা গড়ে তুলতে চলেছি আমরা।”
অনেকেই মনে করছেন, সৌরভের এই মন্তব্য আসলে বিদেশি শিল্পপতিদের উদ্দেশে। তাঁদের বুঝিয়ে দেওয়া যে, বাংলায় শিল্পতালুক গড়তে সরকার সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত।
বাংলায় আড়াই হাজার কোটি বিনিয়োগের ঘোষণা সৌরভের, জিন্দলদের ফেরত দেওয়া জমিতেই কারখানা