শেষ আপডেট: 16th September 2023 14:12
দ্য ওয়াল ব্যুরো: মাদ্রিদে (Madrid) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে লা লিগার বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) থাকবেন, এটার মধ্যে কোনও অস্বাভাবিকতা ছিল না। বিশেষ করে অ্যাটলেটিকোর সঙ্গে সৌরভের পূর্ব বোঝাপড়ার প্রেক্ষাপটে তা ছিল খুবই স্বাভাবিক। কিন্তু বাকিটা অনেকেই হয়তো কল্পনাও করতে পারেননি। শুক্রবার স্পেনের মাটিতে দাঁড়িয়ে যেন সেই বাপি বাড়ি গোছের ছক্কাটা হাঁকিয়েছেন মহারাজ। যেন সেই দাদাগিরি। সেই মেজাজ।
সৌরভ ঘোষণা করেছেন বাংলায় আগামী ৬ মাসের মধ্যে নতুন ইস্পাত কারখানা (sourav ganguly steel plant) গড়ে তুলবেন তিনি। এ জন্য মোট বিনিয়োগ (Investment) করবেন আড়াই হাজার কোটি টাকা। তাঁর কথায়, “এর ফলে প্রাথমিক পর্যায়ে ৬ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”
এখানে দুটি বিষয় ভীষণ প্রাসঙ্গিক। তা হল বাংলায় সাম্প্রতিক কালে ওয়্যারহাউজ, প্যাকেজিং ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ এসেছে। কিন্তু উৎপাদন ক্ষেত্রে একটা খরা চলছিলই। সৌরভ যে বিনিয়োগের ঘোষণা করেছেন, তাতে উৎপাদন শিল্পই গড়ে উঠবে। যা লেবার ইনটেনসিভ, তথা শ্রম নির্ভর। বাংলা ছেড়ে যখন পরিযায়ী শ্রমিক হওয়ার প্রবণতা বাড়ছে তখন এই বিনিয়োগের ঘোষণা অবশ্যই রূপোলি রেখা দেখাচ্ছে দিগন্তে।
ব্যবসায়ী পরিবারে জন্ম সৌরভের। তাঁর বাবা, ঠাকুরদা ব্যবসায়ী ছিলেন। সৌরভের রক্তেও তা বহমান। কিন্তু মহারাজের প্রথম জীবনে খ্যাতি এসেছে ক্রিকেট থেকে। পরে তিনি ক্রিকেট প্রশাসক হয়েছেন। তাঁর ফাঁকে সৌরভ ব্যবসাও শুরু করেছিলেন। কিন্তু এদিন যে বহরের বিনিয়োগের ঘোষণা তিনি করেছেন, তাতে উদ্যোগপতি সৌরভের ছবিটা উজ্জ্বলতর হল বলেই অনেকে মনে করছেন।
শালবনিতে যে নতুন শিল্প আসতে চলেছে সেই ইঙ্গিত পঞ্চায়েত ভোটের আগে গত মে মাসেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার যাত্রায় সামিল হয়ে গত ২৭ মে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “জ্যোতিবাবুরা জমি দিয়ে পালিয়ে গিয়েছিলেন। তার পর কিছু হয়নি। আমি জিন্দলদের কারখানা উদ্বোধন করেছিলাম। জিন্দলদের শিল্পের জন্য কিছুটা জমি লেগেছে, বাকিটা ওঁরা ফেরত দিচ্ছেন। ওই জমিতে বড় শিল্প হবে। শালবনিতে আরও একটা বড় ইন্ডাস্ট্রি হবে।"
এতদিনে স্পষ্ট হল, কী ধরনের শিল্পের কথা মমতার মাথায় ছিল। হয়তো ততদিনে সৌরভের সঙ্গে কথাও হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীর।
এদিন স্পেনে বিজিবিএসের (bengal global business summit) মঞ্চে সৌরভ বলেন, অনেকে মনে করেন আমি শুধু খেলা নিয়েই থাকি। পাঁচ বছর আগে পশ্চিমবঙ্গে আমি একটা ছোট ইস্পাত কারখানা গড়ে তুলেছিলাম। আর পাঁচ ছ’মাসের মধ্যে রাজ্যে আমাদের তৃতীয় ইস্পাত কারখানা গড়ে তুলতে চলেছি আমরা”।
সৌরভ এও বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে বলছি না। মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ে তোলার জন্য সরকার থেকে অনুমতি ইত্যাদি পেতে মাত্র চার পাঁচ মাস সময় লেগেছে। সরকার সবরকম ভাবে সাহায্য করেছে। তাই হৃদয় থেকে আমার ধন্যবাদ জানাচ্ছি।”
আরও পড়ুন: মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়বেন সৌরভ, স্পেনে মমতার মঞ্চে ঘোষণা মহারাজের