শেষ আপডেট: 11th July 2023 06:23
দ্য ওয়াল ব্যুরো: বুথে কোনও অশান্তি নেই। এক বৃদ্ধা ছেলেকে নিয়ে ভোট দিতে এসেছেন। সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রিসাইডিং অফিসার। ছেলেকে নিয়ে মহিলা বুথে ঢুকলেন। কিন্তু তাঁর ভোট দিল ছেলে (Son votes for mother in front of presiding officer)। এই দৃশ্য দেখা গেল দুর্গাপুরের (Durgapur) কাঁকসায়।
এর পর বুথে কর্তব্যরত প্রিসাইডিং অফিসারকে এনিয়ে প্রশ্ন করতে তিনি বলেন এমন কোনও ঘটনাই নাকি ঘটেনি।
ভোট দিয়ে বেরিয়ে আসার পর পরমেশ্বর বাউরি নামে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মায়ের গ্লুকোমা আছে তাই চোখে ভাল মতো দেখতে পাচ্ছিলেন না বলে তাঁর হয়ে ভোট দিয়েছি।
বুথ পুরো ফাঁকা, দ্বিতীয়বার ভোট দিতে বুথেই গেলেন না গ্রামবাসীরা! দেখুন ভিডিও