শেষ আপডেট: 5th February 2025 15:13
দ্য ওয়াল ব্যুরো: সন্ধে হলেই নাকি মা মদ খেত! বারংবার বুঝিয়েও সমস্যার সমাধান না হওয়ায় নিজের জন্মদাত্রী মাকে খুন করার অভিযোগে ছেলেকে গ্রেফতার করল পুলিশ। শিলিগুড়ির মহানন্দা ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা।
ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, “মাকে খুন করার অভিযোগে ছেলেকে গ্রেফতার করা হয়েছে। যে ছুড়ি দিয়ে আঘাত করা হয়েছিল, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে।"
ধৃত যুবকের নাম অজয় মল্লিক। মৃত কৌশল্যা মল্লিকের বড় ছেলে সে। অজয় একটি ব্যাঙ্কের অস্থায়ী কর্মী। মঙ্গলবার রাতে স্থানীয় থানায় ফোন করে অজয় নিজেই মাকে খুনের কথা জানায় বলে পুলিশ সূত্রের খবর। জানা যায়, থানার নম্বরে ফোন করে অজয় বলেন, 'মা নিয়মিত সন্ধে হলেই মদ্যপান করতেন। বাধা দিয়েও বন্ধ করতে পারিনি। ঝামেলার সময় মাথা গরম করে ছুড়ি দিয়ে আঘাত করে ফেলি। তাতেই মায়ের মৃত্যু হয়েছে।'
খবর পেয়ে তৎক্ষণাৎ অজয়ের দেওয়া ঠিকানায় পৌঁছন পুলিশ কর্মীরা। আটক করা হয় অজয়কে। মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই অজয়কে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার জেরে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। প্রসঙ্গত, স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, অজয়ের বিরুদ্ধে এলাকায় কোনও অভিযোগ নয়। বরং স্থানীয় মানুষের কাছে সে 'ভাল ছেলে' হিসেবেই পরিচিত। জেরায় পুলিশকে ধৃত যুবক জানিয়েছেন, মঙ্গলবার সন্ধেতেও বাড়ি ফিরে তিনি দেখেন মা মদ খাচ্ছেন। তাতেই মাথা গরম হয়ে যায়। কথা কাটাকাটির সময় ছুরি দিয়ে আঘাত করে বসেন।