শেষ আপডেট: 3rd September 2023 08:40
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকাল। কাটোয়া মহকুমা আদালতের দু-নম্বর অতিরিক্ত জেলাজজের আদালতে কাজ শুরুর সময়ে বিচারকের দেহরক্ষী এজলাসের মধ্যে সাপ দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন (Snake in District Judges court in Katwa)।
বন দফতরের দুই কর্মী কয়েকটা ঘণ্টা ধরে এজলাসের ভিতর তন্ন তন্ন করে খুঁজে সাপ উদ্ধার করেন। বন দফতরের কর্মী সমীর হাজরা জানান, এজলাস থেকে একটি বিষধর চিতি সাপ উদ্ধার করা হয়েছে।
সাপ উদ্ধারের পর শুরু হয় আদালতের কাজ।
আরও পড়ুন: রাখিতে জাঙ্ক জুয়েলারির ছোঁয়ায় মন ভোলালেন ছাত্রী, দেখুন ভিডিও