শেষ আপডেট: 17th May 2019 02:56
সীতারাম মেসিকে নামিয়েছেন, সিপিএমের অনেকেরই দাবি রোনাল্ডোকে নামান
দ্য ওয়াল ব্যুরো: একজন রয়েছেন বার্সেলোনায়। অন্য জন ইতালিতে। যিনি বার্সিলোনায় তাঁর দেশ আর্জেন্টিনা। আর যিনি ইতালিতে, তাঁর দেশ পর্তুগাল। কিন্তু সেই লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি জানেন তাঁরাও জড়িয়ে গিয়েছেন ভারতের লোকসভা নির্বাচনে?
সৌজন্যে সিপিএম।
সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সম্প্রতি বলেছেন, “ফুটবল মাঠে যেমন দু’জনের বল কাড়াকাড়ির মধ্যে হঠাৎ ঢুকে মেসি গোল করে দিয়ে যায়, তেমনই বামপন্থীরাও স্কোর করবে।” দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্রে তা প্রকাশিতও হয়। সিপিএম মেসির মতো গোল করবে এটা সাধারণ সম্পাদক বললেও মানতে পারেননি দলীয় সমর্থকদের একাংশ। তাঁদের বক্তব্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মনের জোর ও সাহস নিয়ে ভোটের দিন ময়দানে থাকতে পারলেই দলের জয় নিশ্চিত।
হেমন্ত-মান্না, সত্যজিৎ-হৃত্বিকের মতো বাঙালি এলএমটেন-সিআরসেভেন নিয়েও দ্বিধাবিভক্ত। এবং তা ফুটে উঠল সিপিএমের মধ্যেও। দলের ছাত্র সংগঠন এসএফআই-এর কলকাতা জেলার নেতা দীপক সিংহ সাধারণ সম্পাদকের ছবি-সহ তাঁর বক্তব্যের পোস্টারের ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে রোনাল্ডোর কথা লিখেছেন। একজন নয়। রোনাল্ডো ভক্ত এমন অনেক সিপিএম সমর্থক মেসির বিরুদ্ধে নামিয়ে দিয়েছেন প্রিয় তারকাকে। আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলনে সীতারামকে প্রশ্ন করা হলে তিনি বোঝাতে চান তৃণমূল-বিজেপি কাজিয়ার মধ্যেই বামপন্থীরা বাংলায় কাজের কাজ করে ফেলবে। সেটা বোঝাতেই মেসির প্রসঙ্গ উত্থাপন করেন সীতারাম।
সাধারণ সম্পাদকের এই মন্তব্যের পরেই দলের কর্মীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে তিনি কার সাপোর্টার? অনেকে মনে করছেন, নিছক কথার প্রেক্ষিতে বলতে গিয়েই মেসির কথা বলেছেন ইয়েচুরি। কিন্তু ফুটবল প্রেমী আবার কট্টর সিপিএমের একাংশ এর অন্য ব্যাখ্যা দিচ্ছেন। তাঁদের মতে, আর্জেন্টিনার সঙ্গে যেহেতু বাম আন্দোলনের একটা ইতিহাস রয়েছে এবং সে দেশেই জন্মেছিলেন গেরিলা বিপ্লবী চে গুয়েভারা, হতে পারে সেই টানেই হয়তো সীতারাম আর্জেন্টিনার সমর্থক। কারণ অতীতে দেখা গিয়েছিল মারাদোনা যখন কলকাতায় এসেছিলেন, তখন বাম আর্জেন্টিনা সমর্থকরা ফ্রেমে বাঁধানো মারাদোনার হাতে চে’র ছবি তুলে দিয়েছিলেন। ফুটবলের রাজপুত্রের হাতেও রয়েছে কিউবা বিপ্লবের অন্যতম নেতা তথা ফিদেল কাস্ত্রোর প্রিয় বন্ধু চে গুয়েভারার উল্কি।
যদিও সীতারামের মেসি তত্ত্ব শুনে টিপ্পনি কাটতে ছাড়েনি তৃণমূল। দলের এক নেতা বলেন, “মেসির মতো গোল নয়। সিপিএম-কে সার্জিও র্যামোসের মতো লালকার্ড দেখতে হবে।”