শেষ আপডেট: 13th September 2023 09:21
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গিয়ে খালের জলে তলিয়ে গিয়েছিলেন ২৩ বছরের মৃগাঙ্ক চৌধুরী। সোমবার উদ্ধার হয় তাঁর দেহ। কিন্তু যুবকের দেহ উদ্ধার হতেই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে শিলিগুড়িতে (Siliguri Unnatural Death)।
পরিবারে সূত্রে জানা গেছে, শনিবার সন্ধেবেলায় এলাকার খালপাড়ে বন্ধু স্বপ্ননীলের সঙ্গে গল্প করতে গেছিলেন শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বাসিন্দা মৃগাঙ্ক। সেই সময় নাকি খালে পড়ে যান ওই যুবক। রাতে ছেলে বাড়ি না ফেরায় চিন্তা করতে থাকেন মৃগাঙ্কের বাবা-মা। থানায় নিখোঁজের অভিযোগ জানান। এরপরেই মৃগাঙ্কের বন্ধু স্বপ্ননীলকে আটক করে পুলিশ। জেরায় ওই যুবক জানান, তাঁরা খালের ধারে গল্প করছিলেন। সেই সময় আচমকাই খালের জলের পড়ে যান মৃগাঙ্ক।
বহু খোঁজাখুঁজির পর প্রায় দু'কিলোমিটার দূরে মৃগাঙ্কের দেহ উদ্ধার হয়। এরপরেই দেখা যায় ওই যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এতেই পরিবারের ধারণা হয় মৃগাঙ্কের ওই বন্ধুই তাঁকে খুন করে খালের জলে ফেলে দিয়েছে। এর পরেই মৃতের পরিবার এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মঙ্গলবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলা হলে ওই যুবককে চারদিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বিচারক।
শনিবার কীভাবে মৃগাঙ্ক খালে পড়ে গেছিলেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তকে। মৃতের বাড়ির লোকজনের দাবি, মৃগাঙ্ক ও স্বপ্ননীল দুজনেই খুব ভালো বন্ধু। তাঁদের একটি ব্যান্ডও ছিল। নানান জায়গায় একসঙ্গে অনুষ্ঠান করতেন।
আরও পড়ুন: এবার গভীর রাতে প্রাক্তনীদের তাণ্ডব আর জি করের হস্টেলে, সুপার বললেন, 'ব্যবস্থা নেব'