শেষ আপডেট: 8th August 2024 19:03
দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কা ছিলই। ভারী বৃষ্টিপাতের জেরে আবার ধস নামল শিলিগুড়ি-গ্যাংটক ১০ নম্বর জাতীয় সড়কে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে ফের যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে শিলিগুড়ি-সিকিম জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ধসের দাপটে বিরিকদাড়ায় রাস্তার বড় একটা অংশ ভেঙে পড়ে। এর আগে জুন, জুলাইয়ে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল এই জাতীয় সড়ক। সম্প্রতি দিনা চারেক আগে সড়কটি খোলা হলেও যান চলাচলে নিয়্ন্ত্রণ করা হচ্ছিল। তবে ভারী বৃষ্টিপাতের জেরে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রের খবর, এবারে ধস অনেকটা এলাকাজুড়ে হয়েছে। ফলে রাস্তা সংস্কার করতে সময়ও লাগবে। সমস্ত গাড়িকে গরুবাথান, লাভা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
প্রশাসনের এক আধিকারিক বলেন, "এর আগে ধস নামলেও ঘণ্টা কয়েকের মধ্যে রাস্তা সংস্কার করা সম্ভব হয়েছে। এবার একাধিক এলাকায় ধস নেমেছে। তার ওপর ভারী বৃষ্টিপাত চলছে। ফলে ধস সরিয়ে রাস্তা সংস্কার করতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে।"
এবারে বর্ষার শুরু থেকেই উত্তরবঙ্গে নাগাড়ে বৃ্ষ্টি হচ্ছে। রবিবার রাত থেকে ফের নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সেক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে প্রশাসন। আটকে পড়া গাড়িগুলিকে লাভা গোরুবাথান রুট হয়ে চলাচল করানো হচ্ছে।