শেষ আপডেট: 29th September 2024 14:36
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শিশুকে থুবলে খাচ্ছে কুকুর। মহানন্দার তীরে এমন দৃশ্য দেখে আঁতকে উঠলেন স্থানীয়রা। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে শিলিগুড়ির ফুলবাড়ির পশ্চিমধনতলা এলাকায়। কুকুরটিকে তাড়িয়ে দেন স্থানীয়রা। ক্ষতবিক্ষত ওই শিশুকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তারবাবুর জানিয়ে দেন মৃত্যু হয়েছে ওই শিশুর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকালে মহানন্দার পারে একটি কুকুর একটা কিছু খুবলে খাচ্ছিল। রক্ত ছড়িয়ে ছিল সেই জায়গায়। কাছে গিয়ে দেখতেই তাঁরা বুঝতে পারেন, সেখানে এক সদ্যোজাত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কুকুরটি তার দেহ খুবলে খাচ্ছে। এই ঘটনা দেখার পরে কুকুরটি সেখানে তাড়া করেন স্থানীয়রা। এরপরে সদ্যোজাতকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারবাবুরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
কে বা কারা ওই সদ্যোজাতকে মহানন্দার তীরে ফেলে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত নেমেছে।