শেষ আপডেট: 30th May 2024 16:08
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: জল নিয়ে গন্ডগোল শিলিগুড়িতে। ধুন্ধুমার বাঁধল পুরসভার সামনে। মেয়রকে দেখে ‘চোর চোর’ স্লোগানও ওঠে। মহানন্দার জল পরিশ্রুত করে সরবরাহ করা হয় শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায়। সেই জলের মান নিয়ে সংশয় দেখা দেওয়ায় শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকেই এখন কিছুদিন সরবরাহ করা জল পান করতে নিষেধ করা হয়েছে। বিকল্প হিসাবে জলের পাউচ বিলি করা হচ্ছিল শহর জুড়ে।
বৃহস্পতিবার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লি এলাকায় পুরসভার তরফে ৩ হাজার লিটারের একটি পানীয় জলের ট্যাংক পাঠানো হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেই জল ঘোলাটে। পানের অযোগ্য। তাই প্রত্যেকেই সেই জল ফেলে দেন। ঘটনায় শোরগোল পড়ে এলাকায়। এদিন পানীয় জলের সমস্যা সামনে রেখে পথে নামে বামেরা। শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। ছিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।
বামেদের বিক্ষোভ চলার সময় মেয়র গৌতম দেব সহ মেয়র পারিষদরা পুরসভা থেকে বেরোতে যাচ্ছিলেন। অভিযোগ, সেইসময় মেয়রের গাড়ি আটকে দেন সিপিএম কর্মী-সমর্থকরা। ‘চোর চোর’ স্লোগান ওঠে। গাড়ি থেকে নেমে গৌতম দেব হেঁটে বেরোনোর চেষ্টা করতেই বাম কর্মীদের সঙ্গে বচসা বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো নাকাল হতে হয় পুলিশকে।
দিন চারেক আগেই মহানন্দার জল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। মঙ্গলবার রিপোর্ট হাতে আসার পরেই জানা যায় জলের মান খুবই খারাপ। তারপরেই পুরসভার সরবরাহ করা জল পানতে করতে বারণ করেন মেয়র। যদিও সেই জল দিয়ে গৃহস্থালীর অন্য কাজ করা যাবে বলে জানান তিনি।