শেষ আপডেট: 6th February 2025 18:36
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: শহর শিলিগুড়িতে এমন ঘটনা নতুন নয়, তবে আবারও প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের ধরনাতে শোরগোল পড়ল শহরে।
জানা গিয়েছে, দীর্ঘ প্রায় চার বছর ধরে দক্ষিণ শান্তিনগরের বাসিন্দা অসীম বিশ্বাসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ২২ নম্বর ওয়ার্ডের পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকার এক তরুণীর। তবে হঠাৎ করে প্রেমিকের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেয় প্রেমিকা। চেষ্টা করেও প্রেমিকার সঙ্গে যোগাযোগ করতে না পেরে বৃহস্পতিবার সকালে প্ল্যাকার্ড নিয়ে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসেন অসীম।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়তে থাকে কৌতুহলী মানুষের ভিড়। স্থানীয়রা এসে অনেক বোঝানোর চেষ্টা করে ওই যুবককে। তবে তিনি এক প্রকার নাছোড়বান্দা। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা প্রেমিককে আশ্বস্ত করে। তারপরেই ধরনা তুলে নেয় সে।
অসীম জানায়, দীর্ঘ ৪ বছর ধরে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক। এর আগেও একবার যোগাযোগ বন্ধ করে দিয়েছিল তার প্রেমিকা। তখন অভিমানে আত্মঘাতী হওয়ারও চেষ্টা করেছিল সে। পরে আবার ওই তরুণী তার জীবনে ফিরে আসে। তবে তরুণী পরিবার বিষয়টি মানতে নারাজ। তাঁদের কথায়, অসীম তাদের মেয়ের উপযুক্ত পাত্র নয়। সেটা বুঝতে পেরেই সরে এসেছে তাদের মেয়ে। কোনও সম্পর্ক বল প্রয়োগ করে টিকিয়ে রাখা যায় না।