শেষ আপডেট: 24th October 2024 17:09
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: ১৬ বছরের মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। কিশোরীর দিদার অভিযোগে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির নকশাল বাড়ি এলাকায়।
বৃদ্ধার দাবি, কয়েকবছর আগে মেয়ের প্রথম স্বামী মারা যায়। তারপরে মেয়ে দ্বিতীয় বিয়ে করে। সেই থেকে মানসিক ভারসাম্যহীন নাতনি তাঁর কাছেই থাকে। সেখানেই মেয়ের দ্বিতীয়পক্ষের স্বামী অনেক সময়ে নাতনির খোঁজ নিতে বাড়িতে আসত। অভিযোগ, তখন নাতনির উপর যৌন নির্যাতন চালাত সে। এবিষয়ে মেয়েকে জানিয়েও কোনও সুরাহা পাননি বৃদ্ধা। বরং তাঁকে মুখ বন্ধ রাখতে বলে মেয়ে। অবশেষে নাতনির উপর চলা অন্যায়ের বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বৃদ্ধা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরী মানসিক ভারসাম্যহীন। তার মা কর্মসূত্রে দিল্লিতে থাকেন। পাঁচ বছর আগে প্রথম পক্ষের স্বামীর মৃত্যু হয়। পরে কিশোরীর মা অভিযুক্তকে দ্বিতীয় বিয়ে করেন। অভিযুক্তেরও এটা দ্বিতীয় বিয়ে। কিন্তু অভিযুক্ত প্রথমপক্ষের স্ত্রী ও সন্তানের কাছে থাকত। নাবালিকার মাকে দিল্লিতে কাজ পাইয়ে দিয়েছিল সে। এদিকে নাতনিকে নিজের কাছেই রেখেছিলেন বৃদ্ধা। দেখাশোনার বাহানায় প্রায়ই ওই বৃদ্ধার বাড়িতে যেত অভিযুক্ত। সেই সময়েই কিশোরীর উপর যৌন নির্যাতন চালাত বলে অভিযোগ।
বৃদ্ধার কথায়, তিনি প্রথম এবিষয়েটি জানতেন না। এবছর দুর্গাপুজোর সময়ে তিনি মেয়ের দ্বিতীয় স্বামীর 'কুকীর্তি' ধরে ফেলেন। প্রতিবাদ করলে তাঁকেও প্রাণে মারার হুমকি দেয় অভিযুক্ত। তারপরে তিনি দিল্লিতে নিজের মেয়েকে বিষয়টি জানান৷ কিন্তু নাবালিকার মা এ ব্যাপারে থানা-পুলিশ করতে নিষেধ করেন। সম্প্রতি আবার বাড়ি এসে নাতনির উপর একই নির্যাতন চালায় অভিযুক্ত। আর অন্যায় সহ্য করতে না পেরে প্রতিবেশীকে বিষয়টি জানান ওই বৃদ্ধা। প্রতিবেশী এক যুবকের সহায়তায় পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।
এরপরেই তদন্ত নামে নকশাল বাড়ি থানার পুলিশ। অভিযুক্তের বাড়িতে গেলে সে শৌচাগারে লুকিয়ে পড়ে। সেখানে থেকে তাকে টেনে বের করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছিল।
গ্রামবাসীদের দাবি, অভিযুক্তের ফাঁসি হোক। দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।