শেষ আপডেট: 16th March 2025 15:57
দ্য ওয়াল ব্যুরো: দিনে-দুপুরে দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার খোদ শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র (Deputy Mayor)। রঞ্জন সরকারের (Ranjan Sarkar) অভিযোগ, তিনি যখন আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন তখনই রাস্তায় দু'জন তাঁর গাড়িতে হামলা চালায়। ঘটনায় ইতিমধ্যেই তাদের গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতে সেবক মোড়ের কাছে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। সেখান থেকে কোনও মতে গাড়ি নিয়ে বেরিয়ে আসেন ডেপুটি মেয়র। তাঁর সঙ্গী সেই ঘটনার ভিডিও-ও তুলে রাখেন।
পুলিশকে সেই ভিডিও প্রমাণ হিসেবে তুলে দেন রঞ্জন সরকার। তার পরপরই এরপরই দু'জনকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজনের বাড়ি বাঁকুড়ায়। অন্যজন শিলিগুড়ির বাসিন্দা। ঠিক কী কারণে তারা এহেন হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়। দু'জনকেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ডেপুটি মেয়রের অভিযোগ, ঘটনার দিন প্রায় ২ ঘণ্টা ধরে সেবক রোডে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। দীর্ঘ বচসার পর খুনের হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি।
ডেপুটি মেয়রের উপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ ব্যাপারে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, "রঞ্জন এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। তখনই হামলার ঘটনা ঘটে। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। একেবারেই অনভিপ্রেত ঘটনা।"