শিখা মিত্র তৃণমূলে ফিরলেন, 'কোনওদিন ঘাসফুল ছাড়িনি', বললেন সোমেন-জায়া
দ্য ওয়াল ব্যুরোঃ তৃণমূলে ফিরলেন প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্র (Sikha Mitra)। এদিন তৃণমূলের পতাকা হাতে নিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর খোঁজ নিয়েছেন, তাতে তিনি আপ্লুত। কোনওদিন তৃণমূল ছাড়েননি বলেও দাবি করেছেন শিখা
শেষ আপডেট: 29 August 2021 03:54
দ্য ওয়াল ব্যুরোঃ তৃণমূলে ফিরলেন প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্র (Sikha Mitra)। এদিন তৃণমূলের পতাকা হাতে নিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর খোঁজ নিয়েছেন, তাতে তিনি আপ্লুত। কোনওদিন তৃণমূল ছাড়েননি বলেও দাবি করেছেন শিখা মিত্র।
গতকালই জানা গিয়েছিল তৃণমূলে যোগ দেবেন শিখা মিত্র। সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছিলেন, কখনও আনুষ্ঠানিকভাবে তৃণোমূল ছেড়ে বেরিয়ে আসেননি তিনি। মনোমালিন্য হয়েছিল। এখন তা আবার মিটেও গিয়েছে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে সিভিক ভলান্টিয়ারকে কুপিয়ে খুন! নৃশংসতায় কাঁপছে এলাকাবাসী
এদিন ঘাসফুল শিবিরে যোগ দিয়ে প্রাক্তন কংগ্রেস নেতার স্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এখন আর কেউ নেই। বিপুল জনসমর্থন নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন, আগামী দিনে আরও সাফল্য আসবে আশা করি।
স্বামী যে কংগ্রেসের আদর্শে বিশ্বাস করতেন তার আলাদা জায়গা রয়েছে শিখা মিত্রর কাছে, কিন্তু তার সঙ্গে বর্তমান পরিস্থিতিকে মেলাতে রাজি নন তিনি, জানিয়েছেন শিখা দেবী। মমতা বন্দ্যোপাধ্যায় দলে তাঁকে যে কাজের দায়িত্ব দেবেন তাই পালন করবেন বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, তাঁর কাছে রাজনীতি মানে হল মানুষের পাশে থাকা। সেই কাজই বরাবর তিনি করে এসেছেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'