শেষ আপডেট: 29th December 2023 17:36
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: দুই পরিবারের বিবাদের মধ্যে চলল গুলি! এই ঘটনায় গুলিবিদ্ধ হলেন একজন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের হুলুগছ এলাকায়।
জানা গেছে, এলাকার দুই বাসিন্দা মইনুল ও হুসেনের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। সেই সময় দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। সেই সময় আচমকা গুলি চলে। গুলিতে জখম হন হুসেনের ছেলে কামাল।
প্রতক্ষ্যদর্শীরা কেউ এই ঘটনা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তবে গ্রামের দু'একজন এই ঘটনার বিষয়ে জানিয়েছেন, হুসেন এদিন মারপিট শুরু হওয়ার পরেই গুলি চালায়। সেই গুলি কোনওভাবে হুসেনের ছেলে কামালের গায়ে লাগে। মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক। তাঁকে উদ্ধার করে রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে গ্রামে যায় ইসলামপুর থানার বিরাট পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলের পাশেই কিছু তাজা বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ সেগুলিকে নিষ্ক্রিয় করেছে৷ ঘটনায় জড়িত হুসেন ও করিমকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের।