শেষ আপডেট: 8th December 2021 12:53
দ্য ওয়াল ব্যুরো : ভরদুপুরে অনলাইন কোচিং সেন্টারে ঢুকে শিক্ষককে গুলি মেরে খুনের চেষ্টায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার মুরগাসোলে। গুলিবিদ্ধ শিক্ষককে মারাত্মক জখম অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। মুরগাসোলে একটি বাড়িতে অনলাইন কোচিং সেন্টার চালান কয়েকজন শিক্ষক। কোচিং সেন্টারের জনৈক শিক্ষক সংস্কার কুমার জানান, তাঁরা পাঁচজন শিক্ষক মিলে অনলাইন কোচিং সেন্টারটি চালান। আসানসোল ছাড়াও দুর্গাপুর, দেওঘর প্রভৃতি জায়গায় তাদের অনলাইন কোচিং সেন্টার রয়েছে। এখানে অবৈধ কারবার হচ্ছে অভিযোগ তুলে কিছুদিন আগে জিতু সিং নামে এক ব্যক্তি সেন্টারে এসে ঝামেলা শুরু করে। তাকে কোচিং সেন্টারের প্রামাণ্য সব নথিপত্র দেখাবার পর সে চলে যায়। এদিন সকালে ফের এসে ঝামেলা পাকানোর চেষ্টা করে জিতু সিং নামে ওই ব্যক্তি। শিক্ষক সোনু সিংয়ের সঙ্গে বচসা শুরু হয়। আচমকা পিস্তল বের করে সোনু সিংয়ের ওপর গুলি চালিয়ে দেয় ওই দুষ্কৃতী। তারপর সে পালিয়ে যায়। জানা গিয়েছে, মারাত্মক জখম অবস্থায় সোনু সিংকে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ডিসি নর্থ অভিষেক মোদি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তিনি জানান, বুধবার দুপুর বারোটা নাগাদ খবর পাওয়া যায় গুলি চলেছে এবং একজন আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, কোচিং সেন্টারের কাজকর্মও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।