শেষ আপডেট: 10th September 2023 07:44
দ্য ওয়াল ব্যুরো: একটি ঘরের ভেতর শুয়ে রয়েছেন অসুস্থ মা। তা ঠিক পাশের ঘরের ভিতরেই পড়ে রয়েছে ছেলের মৃতদেহ। রীতিমতো পচে গলে গেছে তা। হাওড়ার শিবপুরের প্রসন্নকুমার দত্ত লেনে সাতসকালে এমনই দৃশ্য দেখা গেছে, যাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে (Shibpur man found dead)।
সূত্রের খবর, শিবপুরের প্রসন্নকুমার দত্ত লেনের ওই বাড়িটিতে থাকতেন ৪৮ বছরের লাল্টু সরকার এবং তাঁর মা মালতী সরকার। লাল্টু মানসিকভাবে অসুস্থ ছিলেন। কোনও কাজকর্ম করতেন না তিনি। আবার ৬৫ বছরের মালতীদেবীও ২০১৬ সালে স্বামীর মন্টু সরকারের মৃত্যুর পর থেকেই অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। মন্টু সরকার রেলে চাকরি করতেন। তাঁর মৃত্যুর পর থেকে সেই পেনশনের টাকাতেই সংসার চলত মা-ছেলের (Shibpur mother son)।
তবে দুজনেই অসুস্থ হয়ে পড়ায় গত কয়েক মাসের পেনশনের টাকা পর্যন্ত তোলা হয়নি বলে জানা গেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, অসুস্থতার কারণে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সেভাবে মেলামেশা করতে পারতেন না কেউই। এমনকী, আত্মীয় পরিজনরাও খোঁজ নিতেন না। বিগত কয়েকদিন ধরেই মা-ছেলে ঠিকমতো খাওয়া-দাওয়াও করেননি বলে জানিয়েছেন তাঁরা।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছেন তাঁরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কমপক্ষে ৩ দিন আগে মারা গেছেন লাল্টু সরকার। দীর্ঘ অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান তদন্তকারীদের। তবে কীভাবে এবং কবে তাঁর মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানতে ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তাঁরা। অসুস্থ মালতী সরকারকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
গাড়ি চালানো শিখতে গিয়ে শিশুকে পিষে মারার অভিযোগ! ছুটির দিনে তেতে উঠল ময়নাগুড়ি