শেষ আপডেট: 10th June 2023 09:16
ভাইপো বাদ, মেয়ে আর প্রফুল্লকে দলের ‘পাওয়ার’ দিলেন শরদ
দ্য ওয়াল ব্যুরো: দলের ২৫ তম প্রতিষ্ঠা দিবসে এনসিপির কার্যকরি সভাপতি হিসাবে মেয়ে সুপ্রিয়া সুলে ও প্রফুল্ল প্যাটেলের নাম ঘোষণা করলেন শরদ পাওয়ার। ভাইপো অজিতকে নিয়ে অনেক গুঞ্জন রয়েছে মারাঠা মুলুকে। কিন্তু তাঁকে যুগ্ম কার্যকরি সভাপতির জায়গা দিলেন না মারাঠা স্ট্রং ম্যান।
১৯৯৯ সালের ১০ জুন পিএ সাংমা ও শরদ পাওয়ার মিলে এনসিপি তৈরি করেছিলেন। কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে পাওয়ারের দল গত আড়াই দশক ধরেই মারাঠা রাজনীতিতে প্রাসঙ্গিক। শুধু তাই নয়। জাতীয় স্তরের রাজনীতিতেও পাওয়ারের গুরুত্ব রয়েছে বরাবর। গত মহারাষ্ট্র ভোটের পর যখন বিজেপির সঙ্গে শিবসেনার সুতো কেটে গিয়েছিল, সেই সময়ে উদ্ধব ঠাকরেকে অভয় দিয়েছিলেন এই শরদ পাওয়ারই। কংগ্রেসকে জুড়ে নিয়ে সরকার গড়ে দেখিয়ে দিয়েছিলেন, এই বয়সেও তিনি ‘বাজিরাও।’
কিন্তু মাস দেড়েক আগে শরদ পাওয়ার ঘোষণা করে দেন, তিনি দলের সভাপতির পদ ছাড়ছেন। তাঁর বয়স হয়েছে। তাছাড়া দীর্ঘদিন ধরেই তাঁর মুখে ক্যানসার। সব মিলিয়েই সেই ঘোষণা করেছিলেন পাওয়ার। তবে দলের চাপে ফের তিনি সভাপতির পদে ফেরেন। কিন্তু সেই সময়েই বলেছিলেন, পূর্ণ সময়ের সভাপতি হিসাবে তিনি দলের কাজ সামলানোর মতো শারীরিক সক্ষমতার জায়গায় নেই। ফলে একজন বা দু’জনকে যে তিনি কার্যকরি সভাপতি করবেন তা জানাই ছিল।
কিন্তু কৌতূহল ছিল ভাইপো অজিতকে কি তিনি সেই জায়গা দেবেন। মাঝে অজিতের সঙ্গে বিজেপি যোগের কথাও ভেসে বেড়াচ্ছিল মুম্বইয়ের আকাশে-বাতাসে। কেউ কেউ এও বলেছিলেন, দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে অজিত পাওয়ারে গোপন বৈঠকও হয়েছে। শিবসেনার পর এনসিপিতেও ভাঙন ধরবে। কিন্তু এখনও সেসব হয়নি।
এদিন অজিত পাওয়ারের উপস্থিতিতেই সুপ্রিয়া সুলে ও প্রফুল্ল প্যাটেলের নাম ঘোষণা করেন শরদ পাওয়ার। এখন কৌতূহলের বিষয় হল, ভাইপো কী করেন।
গাধাই পারে পাকিস্তানের বিপর্যস্ত আর্থিক হাল ফেরাতে, চিনে রপ্তানির প্রস্তুতি