শেষ আপডেট: 23rd May 2023 16:59
দ্য ওয়াল ব্যুরো, নদীয়া: স্বামী, স্ত্রী আর ছেলের ছোট্ট সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। তবে তার পরিণতি যে এত করুণ হবে তা ভাবতে পারেননি কেউই। পারিবারিক অশান্তির ফলে, শান্তিপুরে (Shantipur) আত্মঘাতী হলেন স্বামী স্ত্রী দু'জনেই (Shantipur couple suicide)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার অর্থাৎ ২৩ মে দুপুরে আত্মঘাতী হন দম্পতি (couple)। দীর্ঘক্ষণ কোনও সাড়া শব্দ না মেলায় প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন স্ত্রী মৃত অবস্থায় বিছানায় শুয়ে রয়েছেন, অন্যদিকে দোতালায় ওপরের ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছেন স্বামী।
স্বামীর নাম সমীর বিশ্বাস। তাঁর বয়স ৩২ এবং স্ত্রী আঁখি বিশ্বাস, তাঁর বয়স ২৭ বছর। একটি বিউটি পার্লারের দোকান চালাতেন স্ত্রী আঁখি। স্বামী করতেন ছোটখাটো একটি ব্যবসা। তাদের ৬ বছরের একটি ছেলে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ।
মৃতদেহ দুটি পুলিশ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। গোটা বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। দম্পতির আত্মঘাতীর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।
ঘর লন্ডভন্ড, উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ! ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন অনেক রাত পর্যন্ত