শেষ আপডেট: 28th July 2020 05:18
প্রয়াত সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের কর্ণধার শঙ্কর সেন, করোনা প্রাণ কেড়ে নিল বিশিষ্ট উদ্যোগপতির
দ্য ওয়াল ব্যুরো: এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেল বাংলার বিশিষ্ট উদ্যোগপতি শঙ্কর সেনের। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের কর্ণধার শঙ্কর সেনের বয়স হয়েছিল ৬৩ বছর। দেশের স্বর্ণ ব্যবসা ও গয়না শিল্পে চূড়ান্ত সাফল্য লাভ করা এই মানুষটির অকালপ্রয়াণে শোকাহত অনেকেই। দিন দশেক আগে থেকেই জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ ছিল তাঁর। ধরাও পড়েছিল কোভিড পজিটিভ। বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও পরিস্থিতি খারাপ হচ্ছিল ক্রমে। তাঁর হার্ট ক্ষতিগ্রস্থ হয়েছিল সংক্রমণে। শেষে আজ, মঙ্গলবার সকালে আকস্মিক হার্ট অ্যাটাক হয় তাঁর। তার পরেই মারা যান শঙ্কর সেন। সারা দেশের গয়নাশিল্পের দরবারে শঙ্কর সেনের সাফল্যের কাহিনি সুবিদিত ছিল। তিনি তিন দশক আগে ব্যবসা শুরু করেছিলেন নিজের বুদ্ধি, অভিজ্ঞতা, দক্ষতা ও পরিশ্রমের শক্তিকে কাজে লাগিয়ে। তাঁর বাবার তিনটি ছোট সোনার দোকান থেকে তৈরি করেছিলেন সেনকো ব্র্যান্ড। সেই শুরু। এর পরে একেএকে সারা দেশের ১৪টি রাজ্যে মোট ১০০টিরও বেশি ব্রাঞ্চ খুলেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। তাদের বাৎসরিক টার্নওভার এখন আকাশছোঁয়া। এত বড় সংস্থার পেছনে যিনি ছিলেন, সেই শঙ্কর সেনের এমন মৃত্যুতে শুধু যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মানসিক ভাবে বিপর্যস্ত তাই নয়, বাংলার তথা দেশের একজন বড় মাপের উদ্যোগপতিকে হারানোয় সকলেই মর্মাহত। যে করোনা সংক্রমণ প্রাণ কেড়ে নিল শঙ্কর সেনের, সেই করোনা মহামারীর বিরুদ্ধেও লড়াইয়ে সামিল হয়েছিল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে কলকাতার এনআরএস হাসপাতালের ডাক্তার ও নার্সদের সম্মানিত করা হয়েছিল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফে। রাজ্যের করোনা হাসপাতালগুলিতে যে সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা অবিরত কাজ করে চলেছেন, তাঁদের প্রশংসা করা হয় ওই সম্মান-অনুষ্ঠানে। অনুষ্ঠানে সেনকো গোল্ড এবং ডায়মন্ডসের তরফে করোনাযোদ্ধাদের হাতে রুপোর মুদ্রাও তুলে দেওয়া হয়। এই গোটা পরিকল্পনাটিই ছিল স্বয়ং শঙ্কর সেনের। কিন্তু সেই করোনা সংক্রমণই প্রাণ কেড়ে নিল তাঁর নিজের। শোকে আচ্ছন্ন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস সংস্থার কর্মী-সদস্যরা। দেশের উদ্যোগপতিদের কাছেও এই মৃত্যু শোকবহ। তাঁর দূরদৃষ্টি, দক্ষতা, নেতৃত্ব দেওয়ার সহজাত গুণ-- এই সবটা নিয়েই মানুষের মনে থেকে যাবেন তিনি।