শেষ আপডেট: 23rd May 2023 09:14
ক্যানসার আক্রান্ত প্রৌঢ়ার ইচ্ছেপূরণ, মন্নত থেকে ভিডিওকল এল খড়দহে! দেখা করলেন শাহরুখ
দ্য ওয়াল ব্যুরো: জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। একবার হলেও দেখা করতে চান তাঁর স্বপ্নের 'নায়ক' শাহরুখ খানের (Shahrukh Khan) সঙ্গে। খড়দহের ক্যানসার আক্রান্ত শিবানী চক্রবর্তীর ইচ্ছে (cancer affected fan's wish) পৌঁছে গিয়েছিল মুম্বইয়ের মন্নততে। শাহরুখ কি নিরাশ করতে পারেন তাঁর ৬০ বছর বয়সি এই ভক্তকে? করেনওনি তিনি।
শাহরুখ (Shahrukh Khan) ভিডিও কলে কথা বললেন শিবানীর সঙ্গে।
শাহরুখের সঙ্গে বাংলার সম্পর্ক বহুদিনের। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। এমনকী বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও ছিলেন কিং খান। সেই কারণে বারবার বাংলায় ছুটে এসেছেন তিনি। সেই বাংলা থেকেই শিবানী নিজের শেষ ইচ্ছের কথা জানিয়েছিলেন। বলেছিলেন, 'মৃত্যুর আগে একবার দেখা করতে চান শাহরুখের সঙ্গে।'
শিবানীকে এর আগে কেউ চিনতেন না, চেনার কথাও নয়। কিন্তু গত কয়েকদিন তিনিই যেন ধূমকেতুর মতো উঠে এসেছেন খবরের শিরোনামে। নিজের মায়ের ইচ্ছার কথা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন প্রিয়া চক্রবর্তী। সেটাই পৌঁছে যায় শাহরুখের কাছে।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শাহরুখের ফ্যান ক্লাব জানিয়েছে, কিং খানের সঙ্গে শিবানীর ভার্চুয়াল সাক্ষাতের কথা। সেখানে দাবি করা হয়, ৪০ মিনিট শাহরুখ কথা বলেন ক্যানসার আক্রান্ত (cancer affected fan's wish) শিবানীর সঙ্গে। শুধু তাই নয়, শিবানিকে আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন কিং খান। ভার্চুয়ালি হলেও সামনাসামনি শিবানী-শাহরুখ দেখা হবে কি?

ফ্ল্যান ক্লাবের দাবি, শিবানীর মেয়ে প্রিয়ার বিয়েতে শাহরুখ নিজেই নিজেকে আমন্ত্রণ জানান। এবং শিবানীর বাড়িতে গিয়ে মাছ ভাত খাবেন, এমন ইচ্ছাও প্রকাশ করেছেন শাহরুখ।
শিবানীদেবীর শরীরে ২০২২ সালে ক্যানসার বাসা বাঁধে। বেসরকারি সংস্থা থেকে অবসর নেওয়ার সময় হয়ে যায় তার পরেই। শাহরুখের সিনেমা দেখা তখন আরও বেশি করে শুরু হয়। তার পরেই মেয়ের মুখে একদিন শোনেন নায়কের জীবন কাহিনি, লড়াই। সেই থেকেই কিং খানকে দেখার জন্য পাগল হয়ে উঠেছেন শিবানীদেবী। তিনি বলেন, মেয়ের বিয়ে দেওয়া আর শাহরুখ খানকে একটিবার দেখা– এই দুটো কাজই বাকি রয়ে গেছে চলে যাওয়ার আগে।
এখন দেখা গেল, একইসঙ্গে শিবানীর দু'টি ইচ্ছাই পূরণ হতে চলেছে। শিবানীদেবীর ঘরে ঢুকলেই বোঝা যাবে তিনি কত বড় শাহরুখ ভক্ত। ঘরভর্তি শুধুই শাহরুখের নানান ছবি। এবার হয়তো সেই ছবির ভাণ্ডারে যোগ হবে শাহরুখ-শিবানীর এক ফ্রেমে কোনও একটা ছবি।
মির্চি ছাড়ছেন সোমক, মীরের পথেই হাঁটলেন তিনি, পরের গন্তব্যের নামও জানালেন