শেষ আপডেট: 10th September 2023 10:20
দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই উন্মাদনা ছিল। বেলা গড়ালেও উচ্ছ্বাসে ভাঁটা পড়েনি। বহরমপুরের মোহন টকিজে বড় কাটআউটে ঝুলছে মালা, কেক নিয়ে সেলিব্রেশনে মেতেছেন ফ্যানেরা (Shah rukh khan jawan film craze)।
জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলার একটি মাল্টিপ্লেক্সেও উপচে পড়ল নতুন প্রজন্মের ভিড়। কেক কেটে বাজি ফাটিয়ে সাফল্য কামনা করা হল শাহরুখ খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি জওয়ানের।
আরও পড়ুন: কেরোসিনের জ্বালায় খাবি খাচ্ছে গোখরো! কীভাবে উদ্ধার হল, দেখুন ভিডিও