শেষ আপডেট: 27th June 2023 09:21
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গুড়াপের মাজিনান ব্রিজের কাছে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশসূত্রে জানা গেছে, কলকাতা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। মাজিনানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারে। এরপরেই পিছন থেকে আসা অন্য একটি লরি চারচাকা গাড়িটির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাতে চিরেচ্যাপটা হয়ে যায় ওই চারচাকা গারিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক-সহ গাড়ির দুই সওয়ারির।
বিকট শব্দ পেয়ে ছুটে আসেন এলাকার মানুষ। তবে দুর্ঘটনাগ্রস্তদের গাড়ি থেকে বের করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। গুরাপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে উদ্ধার কাজ শুরু করে। ততক্ষণে তিনজনেরই মৃত্যু হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে গাড়িতে ছিলেন স্বামী-স্ত্রী ও তাঁদের চালক। তিনজনই বর্ধমানের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশসূত্রে জানা গেছে মৃত রণজিৎ মণ্ডল (৬৪) ও তাঁর স্ত্রী বিজলী মণ্ডল (৫৯) বর্ধমান শহরের আনন্দপল্লির বাসিন্দা। মারা গেছেন গাড়ির চালক বেচু ঘোষও (৩৪)। তাঁর বাড়ি বর্ধমানের বৈকুন্ঠপুরের ঘোষপাড়ায়। রণজিৎবাবুর ভাই জানান, তাঁরা বেঙ্গালুরু থেকে ফিরছিলেন। ওখানে তাঁদের মেয়ে থাকেন। ওখানে চিকিৎসা চলছিল রণজিৎবাবুর। অপারেশনও হয়। তারপর মেয়ের বাড়ি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছিলেন। রাতে দমদম বিমানবন্দরে থেকে গাড়িতে উঠেছিলেন। ভোর চারটে নাগাদ গুড়াপ থানা থেকে তাদের ফোন করে দুর্ঘটনার খবর দেওয়া হয়।
বছর চারেক আগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অবসর নেনে রণজিৎ মণ্ডল। তিনি হাসপাতালে ফার্মাসিস্ট পদে কর্মরত ছিলেন। তাঁর আদি বাড়ি পূর্ব বর্ধমানের রায়নার মিরেপোতা গ্রামে।
সোমবার গুরাপের মিশ্র পাম্পের কাছে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। সেই ঘটনায় মৃত্যু হয় দুজনের। গত দু’দিনে দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হল হুগলিতে।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের দাবি মানল স্বরাষ্ট্র মন্ত্রক, বাকি ফোর্সের সূত্র যদিও অধরা