শেষ আপডেট: 20th September 2023 15:37
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: প্রধান শিক্ষিকাকে আটকে রেখে শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্দোলনের জেরে বুধবার বিকেল থেকে তুমুল উত্তেজনা ছড়াল শ্রীরামপুরের রমেশচন্দ্র গার্লস হাইস্কুলে (Serampur School Agitation)।
স্কুলের শিক্ষিকাদের দাবি, তাঁদের উপর প্রধান শিক্ষিকা মানসিক নির্যাতন করছেন। এই কারণে তাঁরা ঠিকমতো পড়াতে পারছেন না। ছুটি নিতে গেলে ছুটি নেওয়া যাবে না বলে জানাচ্ছেন। প্রধান শিক্ষিকার পাল্টা অভিযোগ, স্কুলে কোনও নিয়ম শৃঙ্খলা মানতে চান না শিক্ষিকারা। তাঁরা সময় মতো আসেন না। যখন তখন ছুটি নেন। কিছু বলা যাবে না। এই ঘটনা দীর্ঘদিন ধরে চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনও ফল মেলেনি।
তিনি বলেন, ‘‘গত শনিবার স্কুলে এসেছেন বলছেন শবরী ম্যাডাম। কিন্তু সই করেননি। স্কুলে এসে সই না করে চলে গেলেন। আমি ওনাকে দেখিনি, তাই অনুপস্থিত করেছি। কে এল, তা সব সময় নজর রাখা সম্ভব না। শিক্ষিকারা শৃঙ্খলা না মানলে কী করে ছাত্রীদের পড়াবেন। আমি চাই স্কুল একটা নিয়মে চলুক।’’
স্কুল পরিচালন সমিতির সভাপতি সুশান্ত চৌধুরী বলেন, ‘‘আমরা চাইছি আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে। যে কারণে পুলিশ ডাকিনি। আর পুলিশ ডেকে এই ধরনের সমস্যা মেটে না।’’
বিকেলে স্কুল ছুটির পর অনেক রাত পর্যন্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা প্রধানশিক্ষিকাকে স্কুলে আটকে রাখেন। এই নিয়ে শোরগোল পড়ে গোটা এলাকায়।
আরও পড়ুন: তিলজলার বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার ছাত্রীর দেহ! খুন না আত্মহত্যা, ঘনিয়েছে রহস্য