শেষ আপডেট: 30th August 2023 11:13
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রানাঘাটে সেনকোর শোরুমে (Senco Showroom Looth) ডাকাতির ঘটনায় নাম জুড়ল কল্যাণীর। পুলিশ সূত্রে খবর, মাস দেড়েক আগে কল্যাণীর (Kalyani) বি-ব্লকের একটি বাড়ি ভাড়া নিয়েছিল দুষ্কৃতীরা। ওই বাড়ির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
ভাড়াটিয়াদের দাবি, কখনও একসঙ্গে সবাই থাকতো না। একেক দিন একেক জন বা বেশ কয়েকজনকে দেখেছেন তাঁরা। দুষ্কৃতীরা দুটি ঘর ভাড়া নিয়েছিল বলে জানা গেছে। এই বাড়ির ভাড়াটিয়া শ্বেতা সাউ বলেন, “বেশ কয়েক দিন ধরে এদের থাকতে দেখছিলাম। তবে কারও সঙ্গে কখনও কথা হয়নি। ওরা বাইরের কারও সঙ্গে কথা বলত না। একেকদিন সাত-আটজনকে দেখেছি। তবে আলাদা আলাদা লোক কাজ করত।”
আরেক ভাড়াটিয়া বিশ্বেশ্বর ঝা বলেন, “বেশিদিন নয়, মাত্র এক-দেড়মাস ধরে এদের যাতায়াত করতে দেখছিলাম। এখানে ঘর ভাড়া নিলেও ওরা বাইরের কারও সঙ্গে কোনও কথা বলত না। তাই ওদের সম্পর্কে আর কিছু জানতে পারিনি। এখন শুনছি ওরা ডাকাত।”
মঙ্গলবার ডাকাতি করে পালানোর সময় গুলি ছোড়ে দুষ্কৃতীরা। পুলিশ তাঁদের পিছু ধাওয়া করে চারজনকে গ্রেফতার করে। পরে ধরা পড়ে আরও একজন। তিনটি বাইকে করে সোনার দোকানে হানা দিয়েছিল দু্ষ্কৃতীদের দলটি। পুলিশ জানিয়েছে, এদের পাঁচজনেরই বাড়ি বিহারের বৈশালী জেলায়। কল্যাণীতে বাড়ি ভাড়া নিয়েই রানাঘাটে রেইকি করেছিল দলটি। বিষয়টি সামনে আসার পরেই কল্যাণীর ওই বাড়ির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাকি ডাকাতদের খোঁজেও চলছে তল্লাশি
আরও পড়ুন: সেনকো লুঠের চক্রীরা সবাই বিহারের! ডাকাতির ছক কষে জায়গা ‘রেইকি’ করে গিয়েছিল আগেই