শেষ আপডেট: 30th August 2023 06:52
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সেনকোর রানাঘাট শোরুম থেকে লুঠ (Senco Showroom Looth) হওয়া প্রায় কোটি টাকার গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে পুলিশ (Police)। ধৃত পাঁচ ডাকাতের থেকে মিলেছে নগদ ৩ লক্ষ ৭০ হাজার টাকা। উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি।
খবর পেয়েই বিকেল তিনটে নাগাদ পুলিশ এসে পৌঁছতেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাত দল। পুলিশ তাদেরকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা। পুলিশও পাল্টা গুলি চালালে দুই ডাকাত আহত হয়। তাদের পায়ে গুলি লাগে। রসিদ মুনির খান বলেন, “দুষ্কৃতী দলের সংখ্যা মোট আটজন ছিল। এরা প্রত্যেকেই বিহারের দাগি দুষ্কৃতী।”
রানাঘাট শোরুমের কিছু গয়নার হদিশ মিললেও পুরুলিয়ার সেনকোর শোরুম থেকে খোয়া যাওয়া গয়নার কোনও খোঁজ মেলেনি এখনও। এই ঘটনায় কাউকে চিহ্নিতকরণ করে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।
শোরুমের সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়েও পালায় ওই ডাকাত দলটি। যদিও এলাকা থেকে উদ্ধার হওয়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে অপারেশনের পর বাইকে করে পালাচ্ছে ডাকাত দলটি । পুরুলিয়া জেলায় এত বড়ো মাপের ডাকাতি এই প্রথম। দিনেদুপুরে শহরের মাঝখানে ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও। দিনেদুপুরে শহরের বিভিন্ন প্রান্তের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় চলছে নাকা চেকিং। পুলিশের প্রাথমিক অনুমান, ভিন রাজ্য থেকে এসে এই অপারেশন চালিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা । কারণ শহর থেকে মাত্র ১২ কিমি দূরেই ঝাড়খণ্ড সীমানা। রানাঘাটের ঘটনায় ইতিমধ্যেই সামনে এসেছে বিহারের দুষ্কৃতী যোগ। তাই দুটি ডাকাতির ঘটনায় যোগসূত্রও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: সাতসকালে নাকাশিপাড়ায় গুলিতে খুন তৃণমূলকর্মী, ধারালো অস্ত্রের কোপ আরও ২ জনকে