শেষ আপডেট: 10th September 2023 11:00
দ্য ওয়াল ব্যুরো: জেলে বসেই পুরুলিয়ার নামোপাড়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের (Senco Gold) শোরুমে ভয়াবহ ডাকাতির ছক কষা হয়েছিল। ঘটনার মাস্টারমাইন্ডকে ইতিমধ্যেই শনাক্ত করেছে পুলিশ।
পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “ধৃত করণজিৎকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, জেলে বসেই ডাকাতির ছক কষা হয়েছিল। মাস্টারমাইন্ড এখনও জেলেই রয়েছে। তাকে জেলে গিয়ে জেরা করা হবে। অপারেশনে ছিল মোট সাতজন। করণজিৎ তাদেরই একজন। বাকিদের খোঁজ পেতে তাকে জেরা করা হচ্ছে।”
গত ২৯ অগস্ট পুরুলিয়ার নামোপাড়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে হানা দেয় ডাকাতদল। কর্মীদের বেঁধে রেখে সোনা ও হিরের যাবতীয় গয়না ও নগদ টাকা লুঠ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। যার পরিমাণ প্রায় আট কোটি টাকা।
ডাকাতির তদন্তে নেমে গত ৫ অগস্ট বিকাশ কুমার নামে এক যুবককে দিল্লির নয়ডা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জেরা করেই পুলিশ করণজিৎ এর নাম জানতে পারে। এরপরই শুক্রবার রাতে করণজিৎকে পাকড়াও করে পুলিশ।
ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ডাকাতির ১০ দিন আগে পুরুলিয়া থেকে ৪০ কিমি দূরে ঝাড়খণ্ডের একটি জায়গায় ঘাঁটি গেড়েছিল ডাকাত দল। ডাকাতদলে রয়েছে আইটি সেক্টর সম্পর্কে অভিজ্ঞতাসম্পন্ন এক ব্যক্তিও। বাকিরা যখন ডাকাতিতে ব্যস্ত তখন তার দায়িত্ব থাকে সিসিটিভি ফুটেজ মুছে যাবতীয় প্রমাণ লোপাট করা।
পুরুলিয়ায় ডাকাতির দিনই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রানাঘাট শোরুমেও ডাকাতরা হানা দিয়ে কয়েক কোটি টাকার সোনা ও হিরের গয়না লুঠ করে। জেলে থাকা মাস্টারমাইন্ড চিহ্নিত হওয়ার পরেই এখন দুটি ডাকাতির যোগসূত্র রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: ধূপগুড়ির ভোট মিটতেই পৃথক রাজ্যের দাবি কেএলও নেতার, বিজেপির ‘ষড়যন্ত্র’ দেখছে তৃণমূল