শেষ আপডেট: 13th July 2023 15:46
দ্য ওয়াল ব্যুরো: দমদম স্টেশনে লাইনে কাজ হবে। সেই কারণেই শিয়ালদহ শাখায় সপ্তাহান্তে ফের বাতিল ট্রেন। লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনি এবং রবিবার বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর পূর্ব রেল সূত্রে (Sealdah local train cancelled)।
রেলের তরফে জানানো হয়েছে, আগামী শনি এবং রবিবার, অর্থাৎ ১৫ এবং ১৬ জুলাই দমদম স্টেশনের (Dumdum station) আপ মেন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। শনিবার রাত ৯.৩০ মিনিটে শুরু হবে সেই কাজ যা চলবে রবিবার সকাল ৯.৩০ পর্যন্ত। সেই কারণে শনিবার বনগাঁ থেকে দুটি এবং ডানকুনি থেকে একটি ট্রেন বাতিল করা হয়েছে।
তবে সবচেয়ে বেশি সংখ্যক ট্রেন বাতিল করা হয়েছে রবিবার। ওইদিন শিয়ালদহ থেকে ১২টি লোকাল ট্রেন চলবে না বলে জানিয়েছে পূর্ব রেল। এর মধ্যে রয়েছে হাবড়া থেকে দুটি, হাসনাবাদ থেকে দুটি, বনগাঁ থেকে তিনটি, ডানকুনি থেকে তিনটি, দত্তপুকুর থেকে দুটি এবং বারাসাত থেকে একটি লোকাল ট্রেন।
সপ্তাহান্তে এই ট্রেন বাতিলের কারণে ফের নিত্যযাত্রীরা সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।
‘দিদির সুরক্ষা কবচ’ খুঁজে দিল ১০ বছরের ছেলেকে, মুর্শিদাবাদের কিশোর মিলল হুগলিতে