চাকরি দেওয়ার নামে আবার প্রতারণা, গ্রেফতার স্কুল শিক্ষক
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল এক প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম শুভেন্দু সরকার। তিনি বাগদা রাণীহাটি স্বস্তিপাড়া প্রাথমিক স্কুলের শিক্ষক। উত্তর ২৪ পরগণার হালিশহর
শেষ আপডেট: 26 August 2020 03:07
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল এক প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম শুভেন্দু সরকার। তিনি বাগদা রাণীহাটি স্বস্তিপাড়া প্রাথমিক স্কুলের শিক্ষক। উত্তর ২৪ পরগণার হালিশহর মেইন পাড়া এলাকার বাসিন্দা এই স্কুলশিক্ষকের বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ জানিয়েছেন তিনজন।
স্থানীয় সূত্রের খবর, বনগাঁর বাসিন্দা স্বপন কান্তি বিশ্বাস, পরিতোষ মণ্ডল ও গৌতম সাধুর সঙ্গে ২০১৬ সালে পরিচয় হয় শুভেন্দু সরকারের। কথাপ্রসঙ্গে তাদের শুভেন্দু জানান তার সঙ্গে উপরমহলের অনেকের ভালো যোগাযোগ আছে। টাকার বিনিময়ে খুব অনায়াসেই কাউকে চাকরি পাইয়ে দিতে পারেন তিনি। সহজ পথে চাকরি পাওয়ার লোভে শুভেন্দুর পাতা ফাঁদে পা দেন এই তিনজ
[video mp4="https://images1.thewall.in/uploads/2020/08/WhatsApp-Video-2020-08-26-at-12.42.14.mp4"][/video]

অভিযোগকারীদের বয়ান অনুযায়ী শুভেন্দুকে তারা চাকরি পাওয়ার জন্য সবমিলিয়ে মোট সাড়ে ৯ লক্ষ টাকা দিয়েছেন। অভিযোগকারীদের দাবি তখন শুভেন্দু তাদের বলেছিল চাকরি না দিতে পারলে সে টাকা ফেরত দিয়ে দেবে। দীর্ঘদিন কেটে যাওয়ার পরও চাকরি না দিতে পারায় তারা শুভেন্দুর কাছে টাকা ফেরত চায়। অভিযোগ, বার বার টাকার দাবি করায় শুভেন্দু প্রথমদিকে ধাপে ধাপে কিছু টাকা পরিশোধ করেন। কিন্তু এখনও ৫ লক্ষ ৬৮ হাজার টাকা ফেরত পান অভিযোগকারীরা। সে টাকা আর ফেরত দেন নি অভিযুক্ত স্কুলশিক্ষক। এমনকি টাকা চাইতে গেলে তাদের বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন অভিযোগকারীরা। টাকা না দিয়ে অন্যত্র বদলি নিয়ে পালিয়ে যাওয়ার ছকও কষেছিল শুভেন্দু। এমনটাই দাবি অভিযোগকারীদের।
[video width="640" height="352" mp4="https://images1.thewall.in/uploads/2020/08/WhatsApp-Video-2020-08-26-at-12.42.13.mp4"][/video]
টাকা ফেরত চেয়ে বাগদা থানায় শুভেন্দু সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছেন প্রতারিতরা। অভিযোগ পেয়ে শুভেন্দুবাবুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতারও করা হয়েছে অভিযুক্ত স্কুলশিক্ষককে।