শেষ আপডেট: 27th July 2023 08:01
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: স্কুলের গ্রুপ-ডি কর্মীর বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ (School Student Sexual Harassment) উঠল আসানসোলের নামী স্কুলে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে আসানসোল (Asansol) দক্ষিণ থানার ওই স্কুল চত্বর। ওই কর্মীকে তাদের হাতে তুলে দিতে হবে, এই দাবিতে অভিভাবকদের একাংশ ও পড়ুয়ারা বিক্ষোভ শুরু করেন।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল) দেবরাজ দাস, দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুণ্ডুর নেতৃত্বে পুলিশ, র্যাফ ও কমব্যাটফোর্স স্কুলটি ঘিরে রেখেছে। বেলা সাড়ে এগারোটা নাগাদ পুলিশের ঘেরাটোপে ওই কর্মীকে স্কুল থেকে বার করে আসানসোল দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয়। এরপরেই অভিভাবকরা স্কুলের সামনে জিটি রোড অবরোধ করেন।
আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ বলেন, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। পড়ুয়ার পরিবারের তরফ থেকে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তাঁদের কাছ থেকে অভিযোগ পেলেই ওই অশিক্ষককর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্কুলের প্রধান শিক্ষিকাও জানিয়েছেন, কোনও পড়ুয়ার পরিবারের তরফ থেকে এখনও কোনও অভিযোগ স্কুলের কাছে আসেনি। জানা গেছে, একটি ঘটনা গত ১৯ জুলাইয়ের। বুধবার সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হওয়ার পরেই সকলে বিষয়টি জানতে পারেন।