শেষ আপডেট: 14th July 2018 10:50
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কোন্নগরের পর এ বার বসিরহাট। প্রেম প্রত্যাখ্যান করায় বৃহস্পতিবার সন্ধ্যায় কোন্নগরে প্রেমিকাকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বসিরহাটে প্রেমিকের রোষের মুখে পড়ে ছুরিতে ক্ষতবিক্ষত হল তরুণী। মারাত্মক জখম তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিৎকার শুনতে পেয়ে পালিয়ে যাওয়ার সমায় প্রেমিক আলি হোসেন মণ্ডলকে গ্রামবাসীরা ধরে ফেলে। গণধোলাই দিয়ে স্থানীয় ক্লাবে আটকে রাখা হয় তাকে। খবর পেয়ে পুলিস গিয়ে ওই যুবককে গ্রেফতার করে। বসিরহাট মাটিয়া থানার আমটোনা গ্রামে বাড়ি দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর। ধৃত আলি হোসেন মণ্ডলের দাবি, তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই তরুণীর। বিষয়টি মেয়েটির পরিবার মেনে না নেওয়ায় দু'জনের সম্পর্কের টানাপড়েন চলছিল। শনিবার সকালে গৃহশিক্ষকের কাছ থেকে পড়ে বাড়ি ফেরার পথে মালতিপুর স্টেশন রোডে তরুণীর পথ আটকায় আলি হোসেন। কিছু বোঝার আগেই তার ঘাড়, মাথা, হাতে এলোপাথারি ছুরি চালায়। মেয়েটির চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে আলি হোসেনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।