শেষ আপডেট: 10th June 2023 07:47
উপাচার্য বিদ্যুতের বিরুদ্ধে দ্রৌপদীকে চিঠি বিশ্বের বিশিষ্টদের, ‘বিজেপিকে তোয়াজ করতেই অমর্ত্যকে হেনস্থা’
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন বিশ্বের বিশিষ্ট শিক্ষাবিদরা। সেই তালিকায় রয়েছেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ জর্জ আকেরলফ। বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। পদাধিকারবলে রাষ্ট্রপতিই সেখানকার ভিজিটর। তাই এই তাঁকেই চিঠি লিখেছেন প্রায় ৩০০ জন অধ্যাপক, শিক্ষাবিদ, গবেষক ও নামীদামী প্রতিষ্ঠানের ছাত্ররা।
তাতে সরাসরি বলা হয়েছে, রাজনৈতিক প্রভুকে তোয়াজ করার জন্যই বিশ্বভারতীর উপাচার্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে হেনস্থা করা হচ্ছে। তাঁরা চিঠিতে লিখেছেন, ভারতে এখন যে সরকার যলছে তাদের সঙ্গে অধ্যাপক সেনের মতাদর্শগত ফারাক রয়েছে। সেটাকে পুঁজি করেই বিশ্বভারতীর উপাচার্য বিজেপিকে তুষ্ট করতে এ ধরনের আচরণ করে চলেছেন। তাঁরা আর্জি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে আপনি উপাচার্যকে নিয়ন্ত্রণ করুন।
সন্দেহ নেই, বিশ্বের শিক্ষাক্ষেত্রে এই চিঠি আলোড়ন ফেলে দিয়েছে। যাঁরা অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে উপাচার্যের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁদের বেশিরভাগই বিদেশের। দেশেরও অনেকে রয়েছেন তাতে। ম্যাসচুসেটসের অর্থনীতির কিংবদন্তি অধ্যাপক জেমস কে বোয়েস, জেনেভার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেভলপমেন্ট স্টাডিজের অধ্যাপক জেনাইন রডগার্সের মতো শিক্ষাবিদ। আবার জেএনইউয়ের অর্থনীতির অধ্যাপক প্রভাত পট্টনায়কও আছেন তালিকায়।
শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীর ১৩ ডেসিমেল জায়গা নিয়ে মূল সংঘাত। বিশ্ববিদ্যালয়ের দাবি, ওই জায়গা দখল করে রাখা হয়েছে। পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূমি ও ভূমিরাজস্ব দফতর থেকে রেকর্ড বের করে অমর্ত্য সেনের হাতে দিয়ে বলে এসেছেন, কোনও জবরদখল নেই।
এই নিয়ে অধ্যাপক সেন মামলা করেছেন বোলপুর কোর্টে। আগামী ১৩ জুন সেই মামলার শুনানি রয়েছে। তার আগে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে বিদ্যুতের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের আর্জি জানালেন বিশ্বের প্রায় ৩০০ অধ্যাপক, শিক্ষাবিদ।