শেষ আপডেট: 20th September 2021 09:50
দ্য ওয়াল ব্যুরো: ‘ভোট পরবর্তী হিংসা’ (Post Poll Violence) নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (SC) আর্জি জানিয়েছে রাজ্য সরকার (West Bengal govt)। এই মামলায় ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেল শুনানি। ওই দিনই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। আজ, সোমবার জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। নবান্নে বাবুল, মমতার সঙ্গে দেখা করাতে নিয়ে এলেন অভিষেক এই মামলায় সিবিআইয়ের তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। গত ১৯ অগস্ট কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ ভোট পরবর্তী সন্ত্রাসে খুন-ধর্ষণের মতো মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। চলতি মাসের গোড়ায় সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। সুপ্রিমকোর্টে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলার চূড়ান্ত নিস্পত্তি হবে ২৮ সেপ্টেম্বর। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ নির্দেশ দিয়েছিল, হত্যা, ধর্ষণ এবং মহিলাদের উপর গুরুতর অপরাধের ক্ষেত্রে তদন্ত করবে সিবিআই। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলাগুলির ক্ষেত্রে সিট গঠন করে তদন্ত করা হবে। ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। যার চূড়ান্ত নিস্পত্তি হবে রাজ্যের উপনির্বাচনের দুদিন আগে। উপনির্বাচন ৩০ সেপ্টেম্বর। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'