সরস্বতী প্রতিমা-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 30th January 2025 12:15
শিলিগুড়ি, নিবেদিতা দাস
শীত উপেক্ষা করেই সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত শিলিগুড়ির মৃৎশিল্পীরা। হাতে মাত্র কয়েকদিন। তাই নাওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঠান্ডা। গত কয়েকদিন থেকেই শহর শিলিগুড়িতে জাঁকিয়ে পড়েছে শীত। মেঘলা আকাশ। রোদের দেখা না মেলায় প্রতিমা শুকোতে গিয়ে নাভিশ্বাস উঠছে শিল্পীদের।
মৃৎশিল্পীদের কথায়, মাঘ মাস পড়লে ঠান্ডা একটু বেড়ে যায়। এটা প্রত্যেকবছরই হয়। তবে এবছর কয়েকদিন ধরে দেখা মিলছে না সূর্যের। এর ফলে প্রতিমা শুকোতে অনেকটাই সময় লাগছে। এদিকে হাতে আর এক সপ্তাহ। বিভিন্ন স্কুল কলেজ থেকে অর্ডার নেওয়া প্রতিমাগুলির কাজ এখনও শেষ করতে পারেননি তাঁরা। তার উপর আছে ঘরে ঘরে আরাধনার জন্য প্রতিমা তৈরির পালা।
মৃৎশিল্পীদের স্টুডিও ঘুরে দেখা গিয়েছে, খড় ও মাটি দিয়ে চলছে প্রতিমা গড়ার কাজ। পাশাপাশি কোনও মতে শুকিয়ে ফেলা প্রতিমাকে অলংকার পরানোর কাজও চলছে একই সঙ্গে। এদিন মৃৎশিল্পী ভবেশ পাল বলেন, "ছোট প্রতিমা দেড়শো টাকা থেকে শুরু। বড় প্রতিমার দাম পাঁচ হাজার টাকা থেকে শুরু। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে অর্ডারও এসেছে প্রচুর।
তাই মনেপ্রাণে শিল্পীরা চাইছেন রোদ উঠুক। যাতে হাতের কাজটুকু সেরে ফেলা যায় নির্বিঘ্নে।