শেষ আপডেট: 9th June 2023 03:45
আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, বর্ধমানে দাঁড়িয়ে ট্রেন
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। সন্ধে ছ’টা থেকে বনপাশ স্টেশনে আটকে আছে সরাইঘাট এক্সপ্রেস। অন্যদিকে ঝড়ে প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ঝাপটের ঢাল স্টেশনে আটকে পড়ে। এই ঘটনায় চূড়ান্ত ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রেল সূত্রে জানা গেছে, এদিন সন্ধে ছ’টা নাগাদ বনপাশ স্টেশনে ঢোকার মুখে হঠাৎই প্যান্টোগ্রাফ ভেঙে যায় সরাইঘাট এক্সপ্রেসের। তারপর থেকে আটকে যায় ট্রেনটি। বনপাশ স্টেশন সংলগ্ন রেলগেট আটকে থাকায় চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরাও।
ট্রেনযাত্রী গৌরব সিং বলেন, “আমি মুম্বই থেকে ফিরছি। যাব মালদহ। কিন্তু ট্রেন চলাচল বন্ধ হওয়ায় আমরা সবাই বনপাস স্টেশনে আটকে পড়েছি।” পূর্বরেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। আপ বর্ধমান-রামপুরহাট লোকাল আটকে আছে বর্ধমান ও তালিত স্টেশনের মাঝে। আপ বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে বর্ধমান স্টেশনে।”
তিন চাকার টোটো যেন বাসের মতো লম্বা, এদিকে চলছে ভ্যানের মোটরে! অদ্ভুত গাড়ি দাপাচ্ছে মায়াপুরে