শেষ আপডেট: 20th September 2023 09:13
দ্য ওয়াল ব্যুরো: কীভাবে একজন অশিক্ষক কর্মীর (গ্রুপ ডি ও গ্রুপ সি) থেকেও প্যারা টিচাররা (Para Teachers) কম বেতন পান? আগেই এবিষয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু। এবার এই বিষয়ে কেন্দ্রকে সুস্পষ্টভাবে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল আদালত।
প্যারা টিচাররা শিক্ষক হয়েও এত কম বেতন কেন? এই প্রশ্ন তুলে আদালতে দায়ের হয়েছিল মামলা। মামলাকারীদের অভিযোগ, ‘মানুষ গড়ার কারিগর হিসেবে যে শিক্ষক সমাজকে গণ্য করা হয়, সেই শিক্ষক সমাজের মধ্যেও রয়েছে হাজারও বৈষম্য। প্যারা টিচার হওয়ার কারণে তাঁরা অশিক্ষক কর্মীদের থেকেও কম বেতন পান।’‘ মামলকারীর পক্ষের আইনজীবী বিশ্বরুপ ভট্রাচার্য বলেন, “ksন্দ্র রাজ্যের দড়ি টানাটানিতে ভুগতে হচ্ছে পার্শ্বশিক্ষকদের।”
রাজ্যে সরকারের পক্ষের আইনজীবী আদালতে বলেন, “এটা কেন্দ্র সরকারের প্রকল্প। তাঁরা টাকা না বাড়ালে রাজ্যের পক্ষে এদের বেতন বৃদ্ধি সম্ভব নয়। ৬০-৪০ রেশিওতে বেতন দেওয়া হয়। কিন্তু কেন্দ্র শেষ কয়েক বছর যে পরিমান টাকা বরাদ্দ করেছে সেই পরিমান টাকা পরে অনুমোদন দেয়নি। ফলে বেতন বাড়ানো সম্ভব নয়।” এরপরই কেন্দ্রের হলফনামা তলব করে আদালত। ২২ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।
আরও পড়ুন: অফলাইন নয়, স্বচ্ছতা রাখতে রাজ্যের সমস্ত ডিএলএইড কলেজে অনলাইন ভর্তির সিদ্ধান্ত