শেষ আপডেট: 17th December 2021 15:16
দ্য ওয়াল ব্যুরো: পুরুলিয়ার সাহেব বাঁধ কি প্রস্তাবিত জাতীয় সরোবর? বর্তমানে এই নিয়েই বিস্তর প্রশ্ন উঠেছে। এই বিষয়ে পুর প্রশাসকের কাছ থেকে শোনা গেল অদ্ভুত কথা। সাহেব বাঁধের ফাইলই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। নেই কোনো প্রামাণ্য নথিও। তাই নিশ্চিতভাবেই এটি প্রস্তাবিত জাতীয় সরোবর কিনা, তা কেউ জানে না। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দ্বন্দ্বও। এই ঘটনায় আন্দোলনে নেমেছে বিজেপিও। লাল মাটির জেলার মানুষ দীর্ঘদিন ধরে জানে যে পুরুলিয়ার প্রাণ ভোমরা সাহেব বাঁধ জাতীয় সরোবর। তার জন্য কেন্দ্র থেকে কাঁড়ি কাঁড়ি টাকাও এসেছে। https://www.youtube.com/watch?v=mECVDltsN_8 বাম আমলেই সাহেব বাঁধকে জাতীয় সরোবর ঘোষণার দাবি জানিয়েছিল ডান-বাম সবপক্ষই। সেই সময় রাজ্যের পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য কেন্দ্রের কাছে দরবার করেছিলেন। সাহেব বাঁধের পাড়ে বসান একটি ফলক অনুযায়ী, ২০১০ সালের ২৫শে এপ্রিল সাহেব বাঁধকে জাতীয় সরোবর হিসেবে ঘোষণা করেছিল তৎকালীন কেন্দ্র সরকার। আবরণ উন্মোচন করেছিলেন সেসময়ের কংগ্রেস বিধায়ক নেপাল মাহাত। কিন্তু এখন সেই ফাইল কোথায় গেল? সে নিয়েই উঠেছে প্রশ্ন।