শেষ আপডেট: 12th December 2022 02:18
দ্য ওয়াল ব্যুরো: ট্রেন থেকে উদ্ধার বিপুল টাকার সোনার বাট (Gold bars)। বর্ধমান (Bardhaman) স্টেশনের দুটি দূরপাল্লার ট্রেন থেকে মোট ১ কোটি ৭০ লক্ষ টাকার সোনার বাট উদ্ধার করল আরপিএফ এবং ডিআরআই। সোনা পাচার করার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুজনকে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। কলকাতার ডিরেক্টরেট অফ রেভিনিউ (ডিআরআই) এর তরফ থেকে রেল পুলিশকে জানানো হয়, দুটি দূরপাল্লার ট্রেনে করে বিপুল পরিমাণ সোনা পাচারের চেষ্টা চলছে। এরপরেই শিয়ালদহ থেকে ছাড়া আপ শিয়ালদহ-অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস বর্ধমান স্টেশনে এসে দাঁড়াতেই তাতে তল্লাশি চালাতে শুরু করেন আরপিএফ এবং ডিআরআই এর আধিকারিকরা। সেখান থেকে পিঠের ব্যাগে রাখা ১ কেজি ওজনের একটি সোনার বাট সহ এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে হাওড়া থেকে ছাড়া হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসেও অভিযান চালান তদন্তকারীরা। সেই তল্লাশিতে ট্রেনটি থেকে ১ কেজি ওজনের ২টি সোনার বাট উদ্ধার করা হয়। এই ঘটনাতেও একজনকে আটক করেন তদন্তকারীরা। আরপিফ জানিয়েছে, কোমরে আটকানো কাপড়ের তৈরি বেল্টের ভিতর সোনার বাটগুলি লুকিয়ে রেখেছিল পাচারকারী। দুটি ট্রেন থেকে উদ্ধার হয়েছে তিন কেজি ওজনের সোনার বাট যার মূল্য আনুমানিক ১ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকা। সোনার বাটগুলি সবকটিই বিদেশে তৈরি বলে জানা গেছে।
আটক করা দুজনকেই কলকাতায় নিয়ে এসেছে ডিআরআই-এর একটি বিশেষ দল। কোথা থেকে সোনার বাটগুলি কোথায় পাচার করার চেষ্টা চলছিল তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।
পিকনিক থেকে ফেরার পথে উল্টে গেল ৪৯ পড়ুয়াবোঝাই বাস! মৃত দুই কিশোর-কিশোরী