শেষ আপডেট: 11th August 2024 12:48
দ্য ওয়াল ব্যুরো: রয়েল বেঙ্গল টাইগারের মূল ঠিকানা দক্ষিণবঙ্গের সুন্দরবন। কিন্তু উত্তরবঙ্গের জঙ্গলেও বাঘের এই প্রজাতি ঘোরা ফেরা করছে এমনটাই শোনা যাচ্ছে। নেওড়াভ্যালির জাতীয় উদ্যানকে অনেকেই 'উত্তরের অ্যামাজন' বলেন। সেখানেই নাকি ঘুরে বেড়াতে দেখা গেছে রয়্যাল বেঙ্গলকে।
সমতল থেকে ১১ হাজার ফুট উচ্চতায় জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণী বিভাগের অধীনে রয়েছে এই নেওড়াভ্যালির জঙ্গল। ২০১৭ সালে থেকে জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছে। মূলত বন্যপ্রাণীদের সুরক্ষা ও চোরা শিকার রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়। ওই ট্র্যাপ ক্যামেরায় রয়েল বেঙ্গলের ঘোরাঘুরি ছবি ধরা পড়ে। এই বিরল ঘটনায় খুশি বনবিভাগ। বর্ষার আগে শীতেও এই জঙ্গলে বাঘের দেখা পাওয়া গেছিল।
এবছরের মে মাসে সিকিমের প্যাঙ্গোলাখা অভয়ারণ্যে রয়্যাল বেঙ্গলের ছবি ধরা পড়ে। নেওড়াভ্যালির জঙ্গলের বাঘ সিকিমের রয়্যাল বেঙ্গল কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। বন্যপ্রাণী বিশেজ্ঞরা বাঘের পায়ের ছাপ ও গায়ে দাগ মিলিয়ে দেখা হচ্ছে।
গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকারিক দ্বিজো প্রতীম সেন বলেন, ভুটান ও সিকিমের জঙ্গলের সঙ্গে নেওড়াভ্যালির জঙ্গলের যোগ রয়েছে ৷ কিছুদিন আগে সিকিমেও রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা গিয়েছিল ৷ আমরা সিকিমের বনবিভাগের সঙ্গে যোগাযোগ করছি ৷ নেওড়াভ্যালি জঙ্গলে ক্যামেরাবন্দি হওয়া বাঘের ছবির মিলিয়ে দেখা হচ্ছে।
১৯৯৮ সালে নেওড়াভ্যালি জঙ্গলে প্রথম বাঘের দেখা পাওয়া গেছিল। তারপরে ২০১৭ এক গাড়ি চালক পেডং যাওয়ার রাস্তায় বাঘ দেখে সেই ছবি নিজের মোবাইল ক্যামেরায় ছবি তোলেন। তার পর জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে। ২০১৮, ২০২০ সালেও ফের ক্যামেরায় ধরা পড়ে বাঘের ছবি। ২০২২ সালের ও ২০২৩ সালের জানুয়ারি মাসে নেওড়াভ্যালিতে বাঘের ছবি ধরে।