শেষ আপডেট: 8th June 2022 06:50
দ্য ওয়াল ব্যুরো: গোয়া থেকে মঙ্গলবার গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে (Roddur Roy)। তাঁকে বুধবারই ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে। বুধবার আদালতে তোলা হবে বিখ্যাত এই ভ্লগারকে।
রেপো রেট বাড়াল আরবিআই, গাড়ি-বাড়ির ঋণে সুদের হার আরও বাড়বে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভাষায় মন্তব্য করেছেন রোদ্দুর রায় (Roddur Roy)। শুধু মুখ্যমন্ত্রী নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাদের বিরুদ্ধেও রোদ্দুর রায়ের আক্রমণ শালীনতার মাত্রা ছাড়িয়েছিল। সেই অভিযোগে গোয়া থেকে তাঁকে মঙ্গলবার গ্রেফতার করে বাংলার পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় রুজু করা হয়েছে মামলা।
রোদ্দুর রায়ের (Roddur Roy) বিরুদ্ধে যেসব ধারায় মামলা রুজু হয়েছে তার মধ্যে হিংসা ছড়ানো, বিভিন্ন জাতি ধর্মের মানুষের মধ্যে শত্রুতা, উস্কানিমূলক মন্তব্য, মানহানি, নারীদের অসম্মানের মতো একাধিক অভিযোগ রয়েছে।
ঘটনার সূত্রপাত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আকাদেমি সম্মান লাভের পর থেকে। এমনিতে রোদ্দুর রায়ের (Roddur Roy) মুখে লাগাম নেই। নানা বিষয়ে অশ্লীল ভাষায় নানারকম মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তিনি করে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর সাহিত্য সাধনার জন্য বাংলা আকাদেমি যখন সম্মানিত করেছিল তখন থেকেই রোদ্দুর রায়ের আক্রমণের লক্ষ্যে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কুরুচিকর ভাষায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক পোস্ট করেন তিনি। তখনও তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে অপমানের অভিযোগে মামলা হয়েছিল।
পরে রোদ্দুর রায়ের আক্রমণ থেকে রেহাই পাননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। শাসকদলের অন্যান্য নেতাদেরও আক্রমণ করেন রোদ্দুর। গত সাত দিন তাঁর বিরুদ্ধে নতুন করে চারটি এফআইআর দায়ের হয়েছে। তারপর গোয়া থেকে তাঁর হাতে হাতকড়া পরিয়েছে পুলিশ।